English

33 C
Dhaka
সোমবার, আগস্ট ২৫, ২০২৫
- Advertisement -

আমার ভূমিকা রোজ বদলাতে থাকে: কাজল

- Advertisements -

নাসিম রুমি: বড় পর্দায় আবার এক শক্তিশালী চরিত্রে আসতে চলেছেন অভিনেত্রী কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিতে নিজের সন্তানকে রক্ষা করতে তাঁকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ছবিকে ঘিরে কিছু কথা বলেছেন কাজল।

ছবিতে কাজলকে এক কিশোরীর মায়ের ভূমিকায় দেখা যাবে। বাস্তব জীবনে দুই সন্তানের মা কাজল। মাতৃত্ব নিয়ে এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘আমি মনে করি, মা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি চলে আসে, আমরা তখন সারা দুনিয়ার সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়ে যাই। আর নিজের সন্তানকে যখন রক্ষা করার প্রশ্ন আসে, তখন নিজেদের মধ্যে এক ক্ষমতা চলে আসে। আপনি তখন যা কিছু করতে প্রস্তুত থাকেন।’

নারীদের সঙ্গে সব সময় ‘সুপারওম্যান’-এর তকমা জুড়ে দেওয়া হয়। এই ‘সুপারওম্যান’ ট্যাগ নারীদের জন্য কোথাও কি বোঝা? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় এই ট্যাগ কোথাও আমরাই আমাদের সঙ্গে জুড়ে দিই। আমি কখনো শুনিনি যে অন্য কেউ আমাদের সুপারওম্যান বলছে। আমরা আমাদেরই সুপারওম্যান মনে করি। সবকিছু নিখুঁত করার চাপ আমরা নিজেরাই নিজেদের ওপর দিয়ে থাকি।

আদতে এটা কখনো হয় না। আমরা সুপারওম্যান হলেও নিখুঁত কখনোই নই। রোজ নতুন নতুন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আমি কখনো ভালো মা, কখনো ভালো অভিনেত্রী, আবার কখনো ভালো মেয়ে বা ভালো বউ, এভাবে আমার ভূমিকা রোজ বদলাতে থাকে। এভাবেই আমি সুপারওম্যান হয়ে উঠি।’

২৭ জুন বড় পর্দায় মুক্তি পাবে ‘মা’। অজয় দেবগন প্রযোজিত ছবিতে কাজল ছাড়াও আছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, খেরিন শর্মা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dniu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন