English

28.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

‘আমার স্বামী যেন প্রধানমন্ত্রী না হয়ে যায়’, পরিণীতিকে এ প্রার্থনা করতে বলেন রাঘব

- Advertisements -

আম আদমি পার্টি থেকে রাজ্যসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন রাঘব চাড্ডার।  দলটির অরবিন্দ কেজরিওয়ালের অন্যতম পরামর্শদাতা ছিলেন।

চাড্ডার ২০১৯ থেকে ওই দলের সঙ্গে যুক্ত।  পাঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টির জয়ে বড় ভূমিকা ছিল রাঘবের। তার বছর খানেকের মাথায় অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেতা। বিয়েতে হাজির ছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক নেতারা।

যদিও অভিনেত্রী বরাবর বলে এসেছেন, তিনি রাজনীতির থেকে শত হস্ত দূরে। এমনকি জীবনে কখনো রাজনীতিবিদকে বিয়েও করবেন না বলে জানিয়েছিলেন একবার। কিন্তু নিয়তির লিখন। ঘুরে ফিরে নেতার স্ত্রীই হতে হয়েছে অভিনেত্রীকে।

সব সময় ভয় পান তিনি, যেন কোনো দিন প্রধানমন্ত্রী না হয়ে বসেন রাঘব।আগে রাজনীতি নিয়ে তেমন কোনো উৎসাহ ছিল না পরিণীতির। রাঘবকে বিয়ের পর রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখা শুরু করেছেন। এ দিকে সুখী দাম্পত্যের চাবিকাঠি হিসেবে রাঘব সব সময় বলেছেন, স্ত্রীর সুরে সুর মেলালেই জীবনে সুখী হওয়ায় যাবে। মধ্যে এক সময় চোখে অস্ত্রোপচারের কারণে খানিক আড়ালেই ছিলেন রাঘব।

এ বার ফের নামছেন রাজনীতির ময়দানে। তার ইচ্ছে রয়েছে, কখনো দেশের রাজপাট সামলাবেন। সে জন্যই পরিণীতির শরণাপন্ন রাঘব। রোজ সকালে উঠে তিনি পরিণীতিকে প্রার্থনা করতে বলেন, ‘আমার স্বামী যাতে প্রধানমন্ত্রী না হয়ে বসে।’

আসলে রাঘবের বিশ্বাস করেন, তার স্ত্রী মন থেকে কিছু চাইলে তার বিপরীতটাই ঘটবে। তার কথায়, ‘আমার স্ত্রী যেমন রাজনীতিবিদকে বিয়ে না করতে চাননি, কিন্তু ঠিক তাই ঘটেছে। ও যখন মন থেকে কিছু চায় তার উলটোটাই ঘটে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ne3t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন