English

27.1 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

আমির খানের সিনেমার গানকে শ্রদ্ধা জানাল অস্কার কমিটি

- Advertisements -

প্রায় ২৪ বছরে আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আমির খানের ‘লাগান’ সিনেমা দারুণ ব্যবসা করে। সেইসঙ্গে পায় দর্শকের ভূয়সী প্রশংসাও। সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কারের জন্য মনোনীতও হয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত এ সিনেমাটি।

সম্প্রতি দ্য একাডেমি আমির খান এবং গ্রেসি সিংয়ের ‘লাগান’ সিনেমার গান ‘রাধা ক্যাসে না জালে’-কে ট্রিবিউট জানিয়েছে, যেটিকে ভক্তরা ‘আইকনিক’ বলে অভিহিত করছে।

সিনেমাটির হিট গানটির একটি ভিডিও ক্লিপ দ্য একাডেমি তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভালোবাসা, আকাঙ্ক্ষা এবং তার চোখে একটু আগুন। আমির খান এবং গ্রেসি সিং, আশুতোষ গোয়ারিকরের লাগান থেকে রাধা ক্যাসে না জালে (আশা ভোঁসলে এবং উদিত নারায়ণের কণ্ঠে) পরিবেশনা করছেন। ছবিটি ৭৪তম অস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র (ভারত) এর জন্য মনোনীত হয়েছিল।

দ্য একাডেমির সেই পোস্টের প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, ‘লাগান একটি আইকনিক সিনেমা: গল্প, সংলাপ, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর, সঙ্গীত এবং সেইসঙ্গে অবশ্যই সবার অভিনয়। হিন্দি সিনেমার একটি সত্যিকারের ক্লাসিক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘লেজেন্ডারি সিনেমা এবং সঙ্গীত স্কোর।’

‘এই গানটি এবং এর নৃত্য পরিবেশনা ছিল অসাধারণ।

লাগান ছিল যুগান্তকারী! ’ মন্তব্য করেন আরেকজন ভক্ত। কেউ কেউ এও লিখেছেন একডেমির পোস্টে, ‘এই সিনেমাটি অস্কার পাওয়ার যোগ্য!!!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘বিশ্বাস হচ্ছে না এটি ২৫ বছর হয়ে গেছে। এত আইকনিক সিনেমা। স্মৃতিকাতর হয়ে উঠছি।’

উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লাগান: ওয়ানস আপন আ টাইম ইন ইন্ডিয়া’ একটি মহাকাব্যিক সময়ের সঙ্গীতধর্মী স্পোর্টস ড্রামা চলচ্চিত্র।

ছবিটি সমালোচক এবং ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। ২৫ কোটি বাজেটে নির্মিত হয়েছিল ছবিটি।

ছবিটিতে আমির খান ছাড়া আরও অভিনয় করেছেন সুহাসিনী মুলে, কুলভূষণ খারবান্দা, রাজেন্দ্র গুপ্ত, রঘুবীর যাদব, রাজেশ বিবেক, রাজ জুতশি, অখিলেন্দ্র মিশ্র, দয়া শঙ্কর পান্ডে এবং যশপাল শর্মা। এতে আরও অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা র‍্যাচেল শেলি এবং পল ব্ল্যাকথর্ন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1iks
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন