English

32 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫
- Advertisement -

আমি আর প্রসেনজিৎ যখন পর্দায় থাকি, তখন সবকিছু ভুলে যাই’

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জুটির প্রথম চলচ্চিত্র ‘নাগপঞ্চমী’ মুক্তি পায় ১৯৯৪ সালে। তারপর অনেক জনপ্রিয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন রোমান্টিক এই জুটি।

২০০২ সালে এই জুটির অভিনীত ‘প্রতিহিংসা’ সিনেমা মুক্তি পায়। তারপর সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়। মাঝে ১৪ বছর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে একসঙ্গে ফেরেন তারা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ সিনেমাটি ২০১৬ সালের ২৭ মে মুক্তি পায়। এ সিনেমা মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ান তারা। ‘প্রাক্তন’ মুক্তির পর আরো দুটো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা। ২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এ সিনেমার ‘চোখ তুলে দেখো না’ গানটি এখনো দর্শক হৃদয়ে দোলা দেয়। ২৫ বছর পর ফের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩০ মে কলকাতায় মুক্তি পাবে এটি। এ সিনেমা মুক্তির পর কীভাবে ২৫ বছর কেটে গেল, তা নিয়ে বিস্মিত ঋতুপর্ণা।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার, কীভাবে ২৫ বছর কেটে গেল বুঝতে পারলাম না। ২৫ বছর ধরে একটা সিনেমাকে আমরা বয়ে নিয়ে এসেছি। আজও সব বিয়েবাড়িতে এই গানটা বাজে। জীবনে কিছু জিনিস থেকে যায়।”

২৫ বছর কেটে গেলেও প্রসেনজিৎ-ঋতুপর্ণার রসায়ন এখনো তেমনি আছে। যদিও মাঝে দীর্ঘ সময় এ জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে তাদের প্রত্যাবর্তন মাঝের বিরতি ভুলিয়ে দিয়েছে। ঋতুপর্ণা বলেন, “আমি আর প্রসেনজিৎ যখন পর্দায় থাকি তখন সবকিছু ভুলে যাই। আমাদের কাছে তখন ওই চরিত্রগুলোই বাস্তব হয়ে ওঠে। ওর বাইরে কোনো জীবন আছে, সেটা ভুলে যাই। আমাদের তখন ওই মুহূর্তগুলো হয়ে ওঠে আপসহীন।”

রোমান্টিক সিনেমায় দারুণ জীবন্ত ঋতুপর্ণা-প্রসেনজিৎ। এ জুটি অনেকগুলো রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় করতে গিয়ে কখনো পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়েননি? এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, “আমাদের কাছে প্রেমটা অন্যরকম। দু’জন দু’জনের প্রতি রয়েছে আস্থা, নির্ভরতা ও ভরসা। সেটা এতটা সুন্দর যে আমরা বছরের পর বছর কথা না বললেও সেই জায়গা রয়ে যাবে।”

ভারতীয় বাংলা সিনেমাপ্রেমীদের কাছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির দর্শকপ্রিয়তা আকাশচুম্বী। দীর্ঘ দিনের গুঞ্জন, ব্যক্তিগত জীবনে এ জুটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। সত্যি কী প্রসেনজিৎ-ঋতুপর্ণার মাঝে প্রেম ছিল বা আছে? গত বছর এই প্রশ্নের মুখে পড়েছিলেন তারা।

প্রথমে এ প্রশ্নের উত্তর দেন প্রসেনজিৎ। তিনি বলেছিলেন, “আপনি বলতে পারবেন, উত্তম-সুচিত্রার কি প্রেম ছিল? কিছু জিনিস অজানা থাকুক। যখন আমরা থাকব না, তখনো যাতে এই আলোচনাটা চলে।”

একই প্রশ্নের জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত তখনো রহস্য করে বলেছিলেন, “পরবর্তী প্রজন্মে যেন এটাই হাতড়ে যায়, ওদের মধ্যে কী ছিল!” ঋতুপর্ণার এ বক্তব্যের পর প্রসেনজিৎ বলেছিলেন, “আসলে কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে; সেটাকে ওরকমভাবেই রাখা ভালো।”

প্রসেনজিৎ-ঋতুপর্ণা দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ৫০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অযোগ্য’। গত বছর মুক্তি পায় এটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন