English

33.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

আমি কেউকে সরাইনি, যে যার মতো আসে, থাকে, চলে যায়: সালমান খান

- Advertisements -

নাসি রুমি:  এ যেন অসীম-অন্তহীন অপেক্ষা,শেষ নেই এই এ যাত্রার। কেবল একটাই চাওয়া যদি দেখা হয় প্রিয় মানুষটির সাথে। একটিবার যদি দেখা যায় তার মুখ। প্রিয় মানুষটি নেই অথচ তার স্মৃতি এখনও বর্তমান মনে, কখনও কখনও দুই একটি ছবি মুঠোফোনে। হয়তো এর নাম প্রেম, ভালোবাসা। প্রিয়তমাকে ভুলতে করেছেন একের পর এক প্রেম তবুও বলিউডের ভাইজান সালমান খানের অস্তিত্ব জুড়ে আছে কেবল একটি নাম— অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এবার সালমান সম্পর্কে গোপন তথ্য ফাঁস করেছেন বলিউড তারকা মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান।

সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর মঞ্চে হাজির হন এই দুই তারকা । একসাথে অভিনয় করেছেন অনেক বছর আগে তবু রয়ে গেছে সখ্যতা, রয়েছে বন্ধুত্ব। সেই সুবাদেই বন্ধুর ফোন ঘাঁটছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তখনই তার চোখে পড়ে তিনি (ঐশ্বরিয়া) রয়ে গেছেন। শুধুই ছবিতে নয়, ফোনকল লিস্টেও! নিয়মিত নাকি ডাক আসে তার, এখনো।

এমনকি স্যোশাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায় এখনো রয়েছেন তারা যত্রতত্র-সর্বত্র! প্রেম থাক না থাক—ভক্ত-অনুরাগীরা মন থেকে এখনো চান— মিলন হোক সালমান-ঐশ্বরিয়ার। সেই আকাঙ্ক্ষা থেকেই কখনো দুজনের ছবি জুড়ে যায়। কখনো দুজনের আলাদা ঝলক প্রযুক্তির কৌশলে একাকার! প্রশ্ন হলো প্রতিযোগিতার মঞ্চ থেকে সেই আকাশ-কুসুম কল্পনাকেই কি উসকে দিলেন আমির খান? জবাব মেলেনি তার।

যদিও আমিরের এমন কথার জবাবে ভাইজান অকপটেই স্বীকার করেছেন— ‘আমি কাউকে সরাই না, যেতে দিই না। যে যার মতো করে আসে, থাকে এবং নিজেরাই আবার চলে যায়।’
এ সময় ভাইজান আরও জানান, না সরালেও এতজনের মধ্যে একজনকে তিনিই নাকি ‘ব্লক’ করেছেন। ‘বড্ড জ্বালায়’, মৃদু অনুযোগ সালমানের। তারপরই সতর্ক— আমির যে ফোন ঘাঁটতে ঘাঁটতে সব প্রকাশ্যে এনে ফেলছেন।

পুরোটাই চিত্রনাট্যের কারসাজি। এই ফোন ঘাঁটা, প্রেমিকা নিয়ে দুই বন্ধুর খুনসুটি— সব। তবু ওই বিশেষ জনের নাম শুনলেই ৬০ ছুঁই ছুঁই সালমানের চোখে প্রেম ছলকে যায়, এখনো! ক্যামেরার চোখেও ধুলা দিতে পারেন না তিনি। প্রেমিকা অন্য কারও ঘরনি— তার পরও ‘ভাই’ কেবল রাইয়েরই ‘জান’ হয়ে থেকে গেলেন আজও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1g7l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন