English

26 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

 আমি খুব ভাল অভিনেতা নই : সালমান খান

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সালমান খান। অভিনয়ের মাধ্যমে দর্শক হাসানোর পাশাপাশি অনেক দৃশ্যে অশ্রুসিক্তও করেছেন। সেই তিনিই কি না এবার নিজের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন!

সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভাল ২০২৫-এ যোগ দেন অভিনেতা। সেখানেই মঞ্চে এক প্রশ্নোত্তর পর্বে করা তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নিজের অভিনয় প্রতিভা প্রসঙ্গে সলমান অত্যন্ত বিনয়ের সঙ্গে দাবি করেন যে তিনি খুব ভালো অভিনেতা নন। তার কথায়, এই প্রজন্ম থেকেও অভিনয় বিষয়টা এখন উধাও হয়ে গিয়েছে। তাই আমার মনে হয় না যে আমি খুব দারুণ কোনো অভিনেতা। আপনারা আমাকে অন্য কিছু করতে দেখতে পারেন, কিন্তু অভিনয় করতে দেখতে পারবেন না।

আমার দ্বারা সেটা হয়ই না। আমার যেমন অনুভূতি হয়, আমি সেভাবেই করি। এটুকুই।

উপস্থাপক যখন শ্রোতাদের কাছে সলমানের এই মূল্যায়ন সঠিক কি না জানতে চান, তখন ভক্তরা একবাক্যে তার দাবি খারিজ করে দেন।

এরপরই সুপারস্টার আরও যোগ করেন, মাঝে মাঝে আমি যখন কাঁদি, আমার মনে হয় আপনারা আমাকে দেখে হাসেন।

তবে ভক্তরা তৎক্ষণাৎ তার মন্তব্য খণ্ডন করে বলেন, না, আমরা আপনার সঙ্গে কাঁদি। দর্শকদের এমন হৃদয়স্পর্শী প্রতিক্রিয়া দেখে সালমান খানের মুখে এক বিস্তৃত হাসি দেখা যায়।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগে। একজন লিখেছেন, আপনি সেরা অভিনেতা।

আরেকজন বলেন, আমি হলফ করে বলতে পারি, তিনি যখন কাঁদেন, আপনারও তার সঙ্গে কান্না আসে। তৃতীয় একজন লিখেছেন, আপনিই একমাত্র অভিনেতা যিনি আমাদের আপনার সঙ্গে এত জোরে কাঁদাতে পারেন।

প্রসঙ্গত, আগামীতে সালমানকে দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে। এতে এক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন তিনি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/14n8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন