English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

আমি হিন্দি সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি: নাসিরুদ্দিন শাহ

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। কাজের স্বীকৃতি স্বরূপ ‘পার’, ‘স্পর্শ’ ও ‘ইকবাল’ সিনেমার জন্য পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তা ছাড়াও তার প্রাপ্তির ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার। কিন্তু ঠোঁটকাটা স্বভাবের কারণে প্রায়ই আলোচনায় উঠে আসেন এই অভিনেতা।

সম্প্রতি নিউ দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন নাসিরুদ্দিন শাহ। এ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে হিন্দি সিনেমা নিয়ে হতাশা প্রকাশ করেন। শুধু তাই নয়, হিন্দি সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছেন বলেও জানান এই গুণী অভিনেতা।

নাসিরুদ্দিন শাহ তার বক্তব্যে বলেন, ‘আমরা গর্বের সঙ্গে বলি, হিন্দি সিনেমা ১০০ বছরের পুরোনা, সত্যি এটি আমাকে হতাশ করে। কিন্তু আমরা এখনো একই সিনেমা নির্মাণ করছি। আমি হিন্দি সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি। আমি এগুলো মোটেই পছন্দ করি না।’

চলচ্চিত্র থেকে অর্থ আয়ের চিন্তা না করার কথা জানিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘হিন্দি সিনেমা আশা জাগাবে, যদি আমরা সিনেমা থেকে অর্থ আয়ের চিন্তা বন্ধ করতে পারি। কিন্তু আমি মনে করি, অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আর কোনো সমাধান নেই। কারণ চলচ্চিত্রগুলো নির্মিত হতেই থাকবে আর হাজার হাজার মানুষ সেগুলো দেখতেই থাকবে।’

নির্মাতাদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সিরিয়াস ফিল্ম বানাতে চান, তাদের দায়িত্ব বর্তমানের বাস্তবতা দেখানো। আর এটি এমনভাবে দেখাতে হবে যাতে তারা ফতোয়া (ধর্মীয় আইন বিশেষজ্ঞ কর্তৃক প্রকাশিত বিধান) বা ইডি গিয়ে তাদের দরজায় কড়া নাড়তে না পারে।’

এর আগে দেওয়া সাক্ষাৎকার নাসিরুদ্দিন শাহ জানিয়েছিলেন, তার কাছে ট্রফি মূল্যহীন। ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হ্যান্ডেল বানিয়েছেন তিনি।

নাসিরুদ্দিন শাহ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুত্তে’। আসমান ভরদ্বাজ পরিচালিত এ সিনেমা গত বছরের ২৪ জানুয়ারি মুক্তি পায়। নাসিরুদ্দিন শাহ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অর্জুন কাপুর, কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন, টাবু প্রমুখ। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। সিনেমাটি বক্স অফিসে ৫ কোটি রুপিও আয় করতে পারেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hgd4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন