নাসিম রুমি: বলিউডের আলোচিত প্রাক্তন তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই যুগল। তাদের বিয়েবিচ্ছেদ নিয়ে নানারকম জলঘোলা হয়েছে। তবে এই বিচ্ছেদ চাননি মালাইকা। পাশাপাশি দাবি করেন—আরবাজের সঙ্গে সুখী ছিলেন না এই অভিনেত্রী।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে মালাইকা আরোরা বলেন, “আমি চাইতাম আমার বিয়েটা আজীবন টিকে থাকুক। কিন্তু তা হয়নি। তার মানে এই না যে, আমি ভালোবাসায় বিশ্বাস হারিয়েছি বা আমার নেওয়া সিদ্ধান্তটা ভুল ছিল। এর মানে এই না যে, আমি আমার জীবনের গতিপথ বদলাতে পারতাম, না! যা হওয়ার ছিল, সেটাই হয়েছে।”
জীবনের অভিজ্ঞতা মিশিয়ে মালাইকা আরোরা বলেন, “জীবনে অনেক পরিস্থিতি আসে, যখন মানুষ সবকিছু ঠিক করার চেষ্টা করে—যাতে ভালো কিছু বেরিয়ে আসে। কিন্তু এমন একটা সময় এলো যখন আমরা দুজনেই বুঝলাম যে, ‘এটা আর চলবে না।”
প্রশ্ন ছুড়ে দিয়ে মালাইকা আরোরা বলেন, “মানুষ মনে করে, নিজের কথা ভাবা ভুল। ‘তুমি নিজেকে নিয়ে কীভাবে আগে ভাবতে পারো? তোমার তো সন্তান আছে, পরিবার নিয়ে আগে ভাবা উচিত।’ কিন্তু নিজের কথা ভাবার মধ্যে ভুলটা কোথায়?”
আরবাজের সঙ্গে সুখী ছিলেন না মালাইকা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “সবাই বলে, আগে নিজেকে ভালোবাসো, তারপর অন্য কাউকে।’ সেই সময় বুঝেছিলাম, আমাকে আগে সুখী হতে হবে, তারপর অন্যকিছু ঠিক করা সম্ভব। আমি সুখী ছিলাম না।”
মালাইকার ডিভোর্সের সিদ্ধান্তকে মানুষ ‘স্বার্থপর’ বলে মন্তব্য করেছিলেন। তাদের উদ্দেশে মালাইকা বলেন, “আপনার কাছে এটা স্বার্থপর মনে হতে পারে। আমি যা অনুভব করেছি, তাই করেছি। কীভাবে তুমি নিজেকে নিয়ে আগে ভাবতে পারো—এটা মানুষের পক্ষে বোঝা কঠিন। হ্যাঁ, আমি নিজেকে নিয়ে আগে ভেবেছি। সেই সিদ্ধান্তই আজ আমাকে একজন ভালো মানুষ তৈরি করেছে। আমি এখন নিজের সঙ্গে অনেক বেশি শান্তিতে আছি, আমি অনেক সুখী। শুধু তাই নয়, আমার সন্তানও এখন অনেক ভালো এবং সুখী পরিবেশে আছে। আমি মনে করি না, সে এমন একটা পরিবেশে থাকতে চাইত, যেখানে কোনো কিছুই ঠিকঠাক ছিল না।”