English

28.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

আরিফিন শুভকে প্রধানমন্ত্রী বললেন: ‘তুমি এটা কীভাবে পারলে’

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার শো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ‘গতকাল প্রধানমন্ত্রী তার পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটির শুভমুক্তি অনুষ্ঠানে এসেছিলেন। প্রিমিয়ারে প্রধানমন্ত্রীর পাশাপাশি সিনেমার শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। নির্মাতা শ্যাম বেনেগাল অসুস্থ থাকায় আসতে পারেননি। কিন্তু তার পুরো টিম এসেছিল। তবে সবচেয়ে ভালোলাগার মুহূর্ত ছিল, সিনেমাটি দেখার পর প্রধানমন্ত্রী আমাকে ধরে যখন বললেন, তুমি এটা কীভাবে পারলে! তখন ওনার চোখে জল চলে এসেছিল। জীবনে এমন মুহূর্ত পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। তাছাড়া জীবনের এত বড় একটি কাজ আমার মা দেখতে গিয়েছিলেন।

সব মিলিয়ে এই পাওয়ার অনুভূতিগুলো আসলে বলে বোঝানো যাবে না।’—গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুজিব :একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি এবং সিনেমাটি দেখে তার মন্তব্য কেমন ছিল জানতে চাইলে কথাগুলো বলেন চিত্রনায়ক আরিফিন শুভ।

সিনেমাটিতে আরিফিন শুভ জাতীর জনক বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। আজ সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুজিব :একটি জাতির রূপকার’। তবে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজিত সিনেমাটি ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। এছাড়াও সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি এবং অংশ নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা শ্যাম বেনেগাল।

এদিকে শুধু প্রধানমন্ত্রী নয়, এরইমধ্যে সিনেমাটির ট্রেলার ও গান দারুণ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। পাশাপাশি বঙ্গবন্ধুরূপী শুভ’র প্রশংসাও করছেন। বিষয়টি নিয়ে শুভ বলেন, ‘দেখুন, ‘সবসময় কাল্পনিক চরিত্রে কাজ করেছি। রক্ত-মাংসের একজন, একটা বাস্তব সত্য ঘটনায় এই প্রথম কাজ করলাম। তাও এমন একটা চরিত্র, যিনি বাঙালির কাছে প্রচণ্ড আবেগের। যারা ওনাকে বেডরুমে দেখেছেন, ডাইনিং টেবিলে দেখেছেন, গভীর রাতে-ভোর রাতে দেখেছেন, তারা এই ছবিটা দেখেছেন এবং আমাদের সবার কাজে অত্যন্ত খুশি। আমার পক্ষে যতটা সম্ভব, যতটা সম্ভব না, সবই চেষ্টা করেছি। আমার বিশ্বাস হলে গিয়েও সবাই প্রশংসা করবেন।’

শুধু তাই নয়, সিনেমাটিতে যুক্ত হতে পারাও সৌভাগ্যের বলেন মনে করেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘এই সিনেমাতে যদি আমাকে পাসিং শট দিতে বলতো, কিংবা স্পটবয়ের কাজও করতে বলতো, তাও করতাম। কারণ শ্যাম বেনেগাল স্যারের সিনেমা, আর বঙ্গবন্ধুর বায়োপিক, এমন সিনেমার অংশ হতে পারাই বড় ব্যাপার।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/loyt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন