নাসিম রুমি: অভিনয়ের বাইরে শাহরুখ খান বেশ রসিক। সংবাদ সম্মেলন কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে যার আঁচ পাওয়া যায়। এবার নিজের ছেলেকে নিয়েই রসিকতা করলেন কিং খান।
আরিয়ান খানের পরিচালনায় সিনেমায় অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের মুখে পড়েন শাহরুখ।
মজা করেই তিনি বললেন, আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর? তবে চরিএ পছন্দ না হলেও ওর পরিচালনায় একটি ছবিতে অভিনয় করার বাসনা আমার আছে। সেটা ভবিষ্যতের বিষয।
শাহরুখের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ আলোচনা তৈরি হয়।
এর আগে, ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে শাহরুখপুত্রের। ছেলের পরিচালনায় স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন কিং খান। বাবা-ছেলের যুগলবন্দি দারুণ উপভোগ করেন দর্শকরা। তাই শাহরুখকে দর্শকরা আরিয়ান খান পরিচালিত কোন ছবিতে প্রধান চরিএে দেখতে চান। তবে আরিয়ান বলছে বাবা নিয়ে ছবি নির্মান করা সহজ বিষয় নয়। তাই এ বিষয় এখন ভাবছিনা।তবে যদি বাবাকে নিয়ে নতুন কোন গল্প তৈরী করতে পারি, তাহলে উনাকে অফার দিবো। তিনি আরও বলেন বাবা যদি আমার অফার গ্রহন করেন তাহলে, আমি নিজেকে ধন্য মনে করবো। এদিকে আরিয়ানের প্রথম পরিচালনার ওযেভ সিরিজ শাহরুখকে বিশেষ ভাবে মুগ্ধ করেছে বলে সালমান- আমিরখান জানিয়েছে।
