নাসিম রুমি: ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানের। ২০২৫ সালে মুক্তি পাওয়ার আগে থেকেই তার পরিচালনা ক্ষমতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল। তবে প্রথম সিরিজের সাফল্যের পর সেই বিতর্ক অনেকটাই ফিকে হয়ে যায়।
প্রথম সিরিজ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এখনো চলছে চর্চা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এ সিরিজের মাধ্যমে আরিয়ান নিজের মেধার স্বাক্ষর রাখলেও শুটিং সেটে তার কড়া শাসন ও ‘পারফেকশনিস্ট’ মনোভাব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী গৌতমী কাপুর। সম্প্রতি মুম্বাইয়ে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান খানের পরিচালনা এবং জ্যেষ্ঠ অভিনেতা ববি দেওলের বিরক্ত হওয়ার নেপথ্য কারণ শেয়ার করে নেন অভিনেত্রী।
গৌতমী কাপুর বলেন, সিরিজের স্ক্রিপ্ট রিডিং সেশনের দিন তিনি প্রথম আরিয়ানকে দেখেন। সেখানে প্রায় ২৫ জন অভিজ্ঞ অভিনেতা উপস্থিত ছিলেন। এত সব সিনিয়র শিল্পীর মাঝে একজন তরুণ পরিচালক কীভাবে কাজ সামলাবেন, তা নিয়ে অনেকের কৌতূহল ছিল।
অভিনেত্রী বলেন, কিন্তু আরিয়ান কথা বলা শুরু করতেই সবাই অবাক হয়ে যান। প্রতিটি চরিত্র নিয়ে আরিয়ানের স্বচ্ছ ধারণা দেখে মুগ্ধ হন তিনি। যে ছেলেটি নিজেই সিরিজটি লিখেছে এবং পরিচালনা করছে, এই বয়সেই তার এমন পরিপক্কতা সত্যিই অবিশ্বাস্য বলে জানান গৌতমী কাপুর।
তিনি বলেন, আরিয়ান খান কাজে এতটাই খুঁতখুঁতে যে, মনের মতো শট না হওয়া পর্যন্ত তিনি ছাড় দিতেন না। একেকটি শটের জন্য ১০ থেকে ১৫ বার পর্যন্ত রিটেক নিতে হতো। এ তালিকায় ছিলেন অভিজ্ঞ অভিনেতা ববি দেওলও।
অভিনেত্রী বলেন, ববি দেওল সেটে অত্যন্ত বিনয়ী ও শান্ত থাকলেও আরিয়ানের এ ‘পারফেকশন’-এর নেশায় তিনি মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলতেন। ১০-১৫ বার রিটেক দিলে যে কারোরই ধৈর্যের বাঁধ ভাঙতে পারে। ববি দেওলও মাঝে মাঝে বিরক্ত হতেন, তবে আরিয়ান নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন বলে জানান গৌতমী কাপুর।
