সালাম মাহমুদ: বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিফ ম্যাগাজিন প্রদত্ত বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী, চলচ্চিত্রাভিনেত্রী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া। দেশের সংগীতে তাঁর দীর্ঘদিনের অবদান, নিয়মিত সৃষ্টিশীল উপস্থিতি এবং ভিন্নধর্মী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আর্শিনা প্রিয়ার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা শহীদুল হারুন এবং গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ-এর পরিচালক তসলিম হাসান হৃদয়।
একই অনুষ্ঠানে আরও অ্যাওয়ার্ড প্রদান করা হয় সংগীতশিল্পী মনির খান, রবী চৌধুরী, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর; চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, আঁচল, ফারিন খান; অভিনেতা ডিএ তায়েব; চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, জয় চৌধুরী; অভিনয়শিল্পী পারসানা ইভানা, তানহা তাসনিয়া; ব্যান্ড প্রোমোটার বারিশা হক; ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা; নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ; ইনফ্লুয়েন্সার সানজিদা সায়মা; উদ্যোক্তা মিথিলা ইসলাম; কনটেন্ট ক্রিয়েটর রেহানা এবং শিশু শিল্পী দিশা মনি, আলেশা হোসাইন, তাসিন ও তাজিম-কে।
বাগেরহাটের মেয়ে আর্শিনা প্রিয়া বর্তমানে কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বসবাস করলেও দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত রয়েছেন। গান, পারফরম্যান্স ও অভিনয়সহ বহুমুখী শিল্পকর্মে তাঁর সফল উপস্থিতি বরাবরই দর্শক-শ্রোতাদের মন জয় করে আসছে।
অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানিয়ে আর্শিনা প্রিয়া বলেন, দেশের শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে কাজ করার স্বীকৃতি পাওয়া তাঁর জন্য গর্বের এবং অনুপ্রেরণার। এই সম্মাননা ভবিষ্যতে আরও মনোযোগ ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে।
