নাসিম রুমি: সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর দাদাগিরি করতে দেখা যাবে না। মানে জি বাংলার অন্যতম জনপ্রিয় কুইজ শোয়ের সঞ্চালকের আসনে আর থাকছেন না তিনি। এদিকে বাঙালির কাছে দাদাগিরি এবং তিনি যে সমার্থক! তবে কি আর সম্প্রচারিত হবে না এই শো? নাকি অন্য কাউকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়? হলে কে তিনি?
সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর দাদাগিরিতে দেখা যাবে না শুনে দর্শকদের মনে যে ভয় উঁকি দিয়েছে যে এই কুইজ শো আর ফিরবে কিনা, সেটা অমূলক। জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি ফিরতে চলেছে দাদাগিরি। তবে থাকবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাহলে কাকে দেখা যাবে সঞ্চালকের আসনে? টলি পাড়ার অন্দরের গুঞ্জন এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। সৌরভকে সরিয়ে তাঁর জায়গা কে নিতে পারবেন সেটার খোঁজ চলছে।
কানাঘুষোয় শোনা যাচ্ছে একাধিক নাম। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নাকি দেখা যেতে পারে এই ভূমিকায়। আবার কারও কারও মতে জিৎ, বা দেব কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখা যেতে পারে এই নতুন ভূমিকায়। বাদ যাচ্ছে যিশু সেনগুপ্তের নামও। তবে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে দাদাগিরি করতে, সেই উত্তর সময়ই দেবে। তবে জি বাংলা জি বড়সড় কিছু চমক নিয়ে আসতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
২০০৯ সালে প্রথমবার সম্প্রচারিত হয় দাদাগিরি। সেই সময় থেকেই দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে এক সিজন এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় পালন করেন মিঠুন চক্রবর্তী। কিন্তু তাঁকে সেভাবে এই দায়িত্বে নেননি দর্শকরা। ঠিক যেমনটা দিদি নম্বর ওয়ানে রচনার জায়গায় দেবশ্রী রায় এলেও দর্শকরা সেটা চাননি। ফলে আবারও রচনা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হয়। ঠিক তেমন ভাবেই দাদাগিরির সেই সিজনের পর ফের সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালক হয়ে ফেরেন। তিনি আর দাদাগিরি যেন এতদিনে সমার্থক হয়ে গিয়েছেন। এবার কে তাঁর জায়গায় আসেন সেটাই দেখার।