English

28.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!

- Advertisements -

নাসিম রুমি: হলিউডের শিখরে পৌঁছেও প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ে বলিউড পড়ে রয়েছে। আর সেই আবেগেই এবার ‘দুরন্ত প্রত্যাবর্তনের’ পথে হাঁটলেন তিনি। গত কয়েক সপ্তাহ থেকে নেটিজেনদের মাঝে গুঞ্জন—বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা, তাও আবার রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চারে। বিপরীতে রয়েছেন মহেশ বাবু।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আপাতত সেই ছবির ওয়ার্কিং টাইটেল ‘এসএসআরএমবি’। একইসঙ্গে শোনা যাচ্ছে, আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা— অ্যাটলি-আল্লু অর্জুন জুটির প্রজেক্ট ‘এএ২২’/‘এ৬’ ছবিতে প্রধান নায়িকার প্রিয়াঙ্কার নাম উঠে আসছে।

দবলিপাড়ার অলিতে গলিতে এ গুঞ্জনও শোনা যাচ্ছিল, এমন কোনও ছবির প্রস্তাব-ই নাকি প্রিয়াঙ্কা দেওয়া হয়নি অ্যাটলির তরফে। বরং তিনি নাকি বিবেচনায় ছিলেন অ্যাটলির অন্য একটি প্রজেক্টে, যেখানে মুখ্যভূমিকায় ছিলেন সলমন খান। আপাতত সেটাও আর হচ্ছে না। ফলে, প্রিয়াঙ্কাকে নাকি সরিয়ে দেওয়া হয়।

প্রতিবেদেন আরও বলা হয়, প্রিয়াঙ্কাকে অ্যাটলি সত্যিই অফার করেছিলেন, কিন্তু তিনিই নিজে সেই প্রোজেক্টে ‘না’ বলেন। রাজামৌলির মেগা-ভেঞ্চারেই হাঁ করেছেন প্রিয়াঙ্কা—আর সেখানেই শুরু হচ্ছে তার বলিউডের দ্বিতীয় ইনিংস। অ্যাটলির চিত্রনাট্য ও ছবি পরিকল্পনা খুব একটা আকর্ষণ করেনি ‘পিগি চপস’কে।

অন্যদিকে, রাজামৌলির ছবি তীব্রতর, বলিষ্ঠ আর একেবারে হলিউডি মাত্রায় তৈরি হতে চলেছে। তারপর মাহেশ বাবুর সঙ্গে অনস্ক্রিন কম্বিনেশন – সবমিলিয়ে এই কোম্বতেই শেষমেশ মন মজেছিল প্রিয়াঙ্কার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/520o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন