English

26.7 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

আশুতোষের ছেলের বিয়েতে শাহরুখের ছবি ভাইরাল

- Advertisements -

নাসিম রুমি:বলিউডের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক গোয়ারিকর ও নিয়তি কানাকিয়ার বিয়েতে ছিলেন শাহরুখ খান। সেই বিয়ের অনুষ্ঠান থেকে অভিনেতার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বেশকিছু ছবিতে কিং খানকে আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক ও নববধু নিয়তির সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে।

আরও একটি ভিডিওতে শাহরুখকে তার টিমের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে কিং খানকে আশুতোষ গোয়ারিকরকে আলিঙ্গন করতে দেখা যায়, শুভেচ্ছাও জানান। এরপর পরিচালকের সঙ্গে কথা বলতেও দেখা যায় বাদশাকে।

এরপরই শাহরুখ অনুষ্ঠানে কোনার্ক ও নিয়তির সঙ্গে পোজ দেন। বিয়ের অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন সাদা শার্ট, কালো ব্লেজার, ম্যাচিং টাই ও ট্রাউজার। সঙ্গে সানগ্লাসও পরেছিলেন অভিনেতা।

কাজের ক্ষেত্রে শাহরুখ আশুতোষ গোয়ারিকরের একাধিক ছবিতে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে চমৎকর (১৯৯২) এবং কাভি হাঁ কাভি না (১৯৯৪)। তবে তারও আগে ক্যারিয়ারের একদম শুরুতে ১৯৮৯ সালে আশুতোষের ‘সার্কাস’ ধারাবাহিকে আশুতোষের সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন কিং খান।

সেই সিরিয়ালে শাহরুখের মতো আশুতোষও ছিলেন অভিনেতা। এছাড়াও আশুতোষের সহ-রচিত, পরিচালিত এবং প্রযোজিত স্বদেশ (২০০৪) ছবির নায়কও ছিলেন বলিউড বাদশা।

আশুতোষের ছেলের বিয়ের অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন আমির খান, কিরণ রাও, গায়ত্রী ওবেরয়, জেনেলিয়া ডি’সুজা, রীতেশ দেশমুখ, বিদ্যা বালান এবং সিদ্ধার্থ রায় কাপুর। এছাড়াও ছিলেন সোনালি বেন্দ্রে, পূজা হেগড়ে এবং চাঙ্কি পাণ্ডে।

গত ৩ মার্চ নিয়তির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আশুতোষের ছেলে কোনার্ক। কোনার্ক, বর্তমানে বাবার সঙ্গেই সহকারী পরিচালক হিসাবে কাজ করছেন। তিনি এখনও অভিনেতা কিংবা পরিচালক হিসাবে বলিউডে পা রাখেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9uce
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন