English

29.7 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

আসছে মুকুল, মানতাসা মীম ও অরন্য জিয়ার ছলনাময়ী কন্যা

- Advertisements -

সম্প্রতি পুবাইলের মেঘলা শুটিং হাউজ সহ গাজিপুরের বিভিন্ন লোকেশনে নির্মিত হলো মিউজিক ভিডিও ছলনাময়ী কন্যা। গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান মাহমুদুল। গানটি লিখেছেন আরেফিন মোস্তফা। গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন বিনোদন সাংবাদিক ও নির্মাতা এম রানা সিদ্দিক।
গ্রামীন লোকেশনে নির্মিত মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন ম্যাক মুকুল, মানতাসা মীম ও অরন্য জিয়া। মিউজিক ভিডিওটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শেখ সাদী। ড্রোন পরিচালনায় ছিলেন মামুন।
গান প্রসঙ্গে গীতিকার আরেফিন মোস্তফা বলেন- এটি আমার ১১৯ তম গান। এর আগে আমার ৩-৪ টি গান রিলিজ হয়েছে। এই গানটি আশা করি দর্শক হ্নদয়ে জায়গা করে নিবে। শ্রোতাদের ভালবাসা পেলে লেখা অব্যাহত থাকবে।
গান প্রসংগে মডেল মীম বলেন- গানটিতে আমি একজন ছলনাময়ী কন্যা চরিত্রে অভিনয় করেছি। পারসনালি গানটি আমার খুব ভালো লেগেছে। যদিও বৃষ্টি একটু শুটে সমস্যা করেছিলো তারপরও রানা সিদ্দিক ভাইয়ের গোছানো ডিরেকশনে সুন্দর ভাবে কাজ টি শেষ করেছি। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।
গানটির মডেল ম্যাক মুকুল বলেন- প্রথমেই সাইট্রাস ক্রিয়েশন কে অনেক অনেক ধন্যবাদ জানাই মিউজিক ভিডিওটিতে আমাকে মডেল হিসেবে নির্বাচন করার জন্য। খুব আনন্দের সাথে কাজ টি করেছি। গানটা চমৎকার ছিলো। সব মিলে আমি খুবই এক্সাইটেড।
গানটি খুব শিঘ্রই সাইট্রাস ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6ma5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন