তবে রানী মুখার্জি এমন একজন, যিনি সব সময় হাসিমুখেই সামলেছেন পাপারাৎসিদের। বিনোদন সাংবাদিকদের মহলে তার কদরও তাই যথেষ্ট। সম্প্রতি তেমনই আরেক নজির গড়লেন অভিনেত্রী।
সম্প্রতি বলিউডের এক হাইপ্রফাইল দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন রানী মুখার্জি।
বছরখানেক আগে ওই ফটো সাংবাদিককে একইভাবে সাহায্য করেন শাহরুখ খানও। সে কথাও জানিয়েছেন তিনি।
রানীকে সর্বশেষ দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্রে। সিনেমাটি বক্স অফিসে তেমন সফল না হলেও দর্শকদের কাছে বেশ সাড়া পেয়েছে। এতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব, নীনা গুপ্তা প্রমুখ। সামনে ‘মার্দানি ৩’ নিয়ে আসছেন রানী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2cmq