ঐতিহ্যবাহী বেহুলা-লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা অবলম্বনে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’ পেয়েছে সেন্সর বোর্ডের ইউ গ্রেড ছাড়পত্র। অর্থাৎ, ছবিটি কোনো কাটছাঁট ছাড়াই সব বয়সী দর্শকের জন্য উপযুক্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান উৎসব অরিজিনালস।
মো. জাহিদুল ইসলামের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন সবুজ খান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির গল্পে নির্মিত সিনেমাটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘বেহুলা দরদী টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পে নির্মিত একটি সিনেমা। সবুজ খানের পরিচালনায় কাজটি খুব মননশীলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কাজটি করেছি একধরনের দায়বদ্ধতা থেকে-কারণ, আমাদের গ্রামীণ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরা সত্যিই আনন্দের।’
পরিচালক সবুজ খান বলেন, ‘টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে একসময় বেহুলা নাচারি গীতিনাট্য ছিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু কালের বিবর্তনে এই সংস্কৃতি প্রায় হারিয়ে গেছে। তাই এমন একটি গল্পকে চলচ্চিত্রে তুলে ধরেছি, যা আমাদের লোকজ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে। এটি আমার প্রথম চলচ্চিত্র, দর্শক ভালোভাবে গ্রহণ করলেই পরিশ্রম সার্থক হবে।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আঁখি আক্তার, সেলজুক ত্বারিক, মো. আলগীর হোসেন, শেখ মেরাজুল ইসলাম, আফফান মিতুল, রেশমি আহামেদ, সানজিদা মিলা, হাসিমুন, স্নিগ্ধা হোসেইন, ইমরান হাসো, নয়ন আহমেদ কাজলসহ মধুপুরের একঝাঁক স্থানীয় শিল্পী।