নাট্যনির্মাতা জি এম সৈকত নির্মাণ করছেন ‘ইনোসেন্ট ঘর জামাই’ নামে নাটক। এ নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও জুটি বেঁধেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও ছোট পর্দার অভিনেত্রী অপ্সরা সুহি। এর আগে একই নির্মাতার ‘তোমার গল্পে আমি’ নাটকে প্রথম অভিনয় করেন তারা।
সৈকত বলেন, এ নাটকের গল্পে দেখা যাবে বড় লোকের মেয়ে মালিহা। বড়ই আধুনিক। জিন্স প্যান্ট আর টি-শার্টে অভ্যস্ত সে। এমন মেয়ের বিয়ের জন্য তার বাবা ঠিক করলেন সহজ-সরল গোবেচারা টাইপের একটি ছেলেকে। এই ইনোসেন্ট ছেলে সোহানকে বাসর রাতে মালিহা সাফ জানিয়ে দেয় তার সঙ্গে সংসার করা তার পক্ষে সম্ভব নয়।
কারণ সে অন্য একটা ছেলেকে পছন্দ করে। শুরু হয় দ্বন্দ সংঘাত। শেষ পর্যন্ত কি হয় ইনোসেন্ট জামাই সোহানের, তা দেখতে অপেক্ষ করতে হবে।
জি এম সৈকত জানান, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরে শেষ করেছেন এ নাটকের শুটিং। এই নাটকে আরো অভিনয় করেছেন, ঝুনা চৌধুরি, শিখা খান, আজরা জেবিন তুলি, ইসলাম সাইফুল, তোহা, সুজন রাজা, শিমুল, জাকির, দীপু প্রমুখ।
শিগগিরই নাটকটি বেসরকারি কোনো চ্যানেলে প্রচার হবে বলে নিশ্চিত করলেন জি এম সৈকত।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nckj
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন