English

27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল

- Advertisements -

প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ অবস্থায় আছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের অন্য সদস্যরা।

এদিকে, ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  পূর্ব লন্ডনে অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।

দোয়া মাহফিল শেষে আরিফুল ইসলাম জানান, শনিবার ও রোববার বাদে সপ্তাহে পাঁচ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। চিকিৎসকরা আশাবাদী, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।

ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রী ও লন্ডনপ্রবাসী শিল্পী সোনিয়া নিয়মিত তার খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, চিকিৎসকেরা তাকে এখন কম কথা বলতে বলেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।

ইলিয়াস কাঞ্চন শুধু অভিনয় নয়, দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য ভক্ত-অনুরাগীসহ দেশজুড়ে দোয়া চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5fx7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন