বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত ফাইট মাস্টার ওস্তাদ জাহাঙ্গীর প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে কণ্ঠ ভারী করে বলেন— “ইলিয়াস কাঞ্চন একজন অসাধারণ মানুষ। চলচ্চিত্রে তাঁর অবদান অপরিসীম। এই প্রজন্ম হয়তো জানে না, কত ত্যাগ আর ভালোবাসা দিয়ে কাঞ্চন এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন।”
তিনি আরও বলেন, “কাঞ্চন কখনো টাকার পেছনে ছোটেনি। অনেক সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এমনকি যেসব সিনেমায় তিনি শিল্পী ছিলেন না, সেগুলো অর্থাভাবে বন্ধ হয়ে গেলে নিজের পকেট থেকে টাকা দিয়ে মুক্তির ব্যবস্থা করেছেন।”
ওস্তাদ জাহাঙ্গীর জানান, “আমি তাঁর ফাইট মাস্টার ছিলাম, কিন্তু তিনি আমাকে ভাইয়ের মতো সম্মান করতেন। আমার দুটি সিনেমায় কাঞ্চন অভিনয় করেছেন — এক টাকাও পারিশ্রমিক নেননি। চলচ্চিত্র উন্নয়নের জন্য তাঁর এমন ত্যাগ সত্যিই বিরল।”
অভিনেতার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, “ওর অসুস্থতার খবর শুনে খুব কষ্ট পেয়েছি। সারা দেশে আমার একশ’টি ফাইট ক্লাব আছে — আমি প্রতিটি ক্লাবে বলেছি, সবাই যেন কাঞ্চনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করে।”
শেষে ওস্তাদ জাহাঙ্গীর গভীর আবেগে বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন নায়ক নন, তিনি মানবতার প্রতীক। তাঁর মতো মানুষ শিল্পীর চেয়েও বড় — তিনি আমাদের অনুপ্রেরণা।”
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। তিনি সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম। চিকিৎসকরা আশাবাদী—ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
