English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চন ভাই তার নেতৃত্ব গুণে সবাইকে এক কাতারে ফেরাতে পারবেন: কেয়া

- Advertisements -

রিয়াজ ও আমিন খানের বিপরীতে অভিনয় করে অভিষেক হয়েছিল তনুদেহের কেয়ার। সাবলীল অভিনয় আর আকর্ষনীয় দেহ ভঙিমায় ভক্তদের হৃদয়ে ঝড়ও তুলেছিলেন। সবশেষ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই নায়িকার ‘ব্ল্যাকমানি’ সিনেমা। এরপর পারিবারিক কারণে সরে ছিলেন। কিছুটা বিরতি নিয়ে ফের সরব হয়েছেন এই নায়িকা। হাতে রয়েছে কয়েকটি সিনেমা। সংকটকালীন তার সমসাময়িকদের তুলনায় পিছিয়ে নেই তার ব্যস্ততা। ঘোষণা দিয়েছেন আগামী ২০২২-২০২৪ শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হবেন কেয়া। গুঞ্জন আগেই ছিলো, তবে কোন প্যানেলের হয়ে লড়বেন এই নিয়ে সংশয় কাটালেন নিজেই। জানালেন- কাঞ্চন-নিপুন প্যানেল থেকেই তিনি নির্বাচন করবেন।

কিন্তু শাপলা মিডিয়ার ঘনিষ্ট বলে পরিচিত মিশা-জায়েদ প্যানেল কিভাবে নেবে এই ঘোষণার? জবাবে কেয়া বলেন- আমি শিল্পী, আমার ব্যক্তি স্বাধীনতা আছে। শাপলার ছবিতে কাজ করেছি মানে এই নয় যে নিজস্বতা বিসর্জন দিয়েছি। সমিতি একটা সার্বজনিন ব্যাপার। আমার এই স্বাধীনতা যদি কেউ না মেনে নিতে পারে তবে তারা ছবি থেকে বাদ দিতে পারে। কিন্তু যারা টোটাল শিল্পী সমিতি নিয়ে ভাববে তারা অবশ্যই আমার সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে।

প্রত্যাশার কথা বলতে গিয়ে কেয়া বলেন, শিল্পীদের মধ্যে বিভাজন আছে। আশা করবো ইলিয়াস কাঞ্চন ভাই তার নেতৃত্ব গুণে সবাইকে এক কাতারে ফেরাতে পারবেন। বাইরে গেলে আমাদের নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হতে হবে না। শিল্পী সমাজের হারানো মর্যাদা ফেরাতে সে কারণেই আমি কাঞ্চন-নিপুন প্যানেলে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলকে কেন বেছে নিলেন, বিগত কমিটির সঙ্গেও আপনার ভালো বোঝাপড়া ছিলো তারা নয় কেনো? জবাবে কেয়া বলেন- দেখুন কাঞ্চন ভাই একজন সর্বজন শ্রদ্ধেয় নাম। আমি মনে করি তার নামের কারণে সভাপতি চেয়ারটি আলোকিত হবে। তাকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আন্তর্জাতিকভাবেও চেনে। এখানে নির্বাচিত হলে তিনি শিল্পীদের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা নিতে পারবেন। নিপুন খুবই ডায়নামিক। ও যা বলে তা করে দেখানোর ক্ষমতা রাখে।

কোন পদে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- সদস্য পদেই নির্বাচন করবো।

কিন্তু রবিবার সংবাদ সম্মেলনে দেখা গেলো না যে- জবাবে কেয়া বলেন, ওইদিন রওনা দিয়েছিলাম, মাঝে গাড়ি নষ্ট হয়ে যাওয়া সময়মতো আর পৌঁছাতে পারিনি। তবে কাঞ্চন ভাইয়ের সঙ্গে পরে কথা হয়েছে। উনি বুঝতে পেরেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p27z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন