English

27.3 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

ঈদের সিনেমা ‘ব্যাচেলর ইন ট্রিপ’-এ ৩ জন নবাগতার বিপরীতে আফফান মিতুল

- Advertisements -

গেলো মাসে ভালোবাসা দিবসে জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে আফফান মিতুলের। এর রেশ কাটতে না কাটতেই আসন্ন ঈদ-উল-ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আফফান মিতুল অভিনীত সিনেমা ‘ব্যাচেলর ইন ট্রিপ’।

আর এই সিনেমায় ৩ জন নবাগত নায়িকার বিপরীতে স্বনামে অভিনয় করেছেন এই নায়ক। রোমান্টিক কমেডি অ্যাডভেঞ্চার ঘরানার ঈদের চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ এ আফফান মিতুল অভিনয় করেছেন ডিজিটাল কবির চরিত্রে, চরিত্রটির নামও ‘মিতুল’। গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটি এরইমধ্যে বৈচিত্র্যময় কাস্টিং এর জন্য আলোচিত হয়েছে। সম্প্রতি আনকাট সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্রটি।

এতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটিতে অভিনয় করা শিল্পী আফফান মিতুল।

চলচ্চিত্রটিতে একজন কর্পোরেট ডিজিটাল কবির চরিত্রে অভিনয় দারুণ উপভোগ করেছেন তিনি। কর্পোরেট ব্যক্তিত্ব হলেও তার ধ্যানজ্ঞান কবিতা। সুন্দরী নারীরা তাকে কবিতা লেখায় প্রেরণা দেয়। কিন্তু বহুগামিতার কারণে তিনি প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হচ্ছেন। আফফান মিতুল জানান, ‘পরিচালক নাসিম সাহনিক ভাইয়ের সাথে চলচ্চিত্রে এটি আমার প্রথম কাজ। তাঁর গল্প বলার ভঙ্গি আর নির্মাণশৈলী বেশ ভালো।

আশা রাখি দর্শক চলচ্চিত্রটি দারুণ উপভোগ করবেন। আমার চরিত্রটি কপোর্রেট ব্যক্তিত্ব এবং স্মার্ট কবির হলেও ছেলেটা প্লে বয় টাইপের। সিনেমাটিতে আমি স্বনামে অভিনয় করেছি’। এদিকে চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, রোজ, শিশির আহমেদ, নাসিম সাহনিক, লাবনি লাকি, রিতু দত্তসহ আরো অনেকেই। আসন্ন ঈদ-উল-ফিতরে এই সিনেমাটি ছাড়াও ওয়েবে মুক্তি পাবে আফফান মিতুল অভিনীত আরো একটি সিনেমা, নাম ‘লাশ’। ‘গ’ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি নির্মাণ করেছেন আকাশ আমিন। সেখানে মিতুলের সাথে দেখা মিলবে চিত্রনায়িকা সারা জেরিনের। আর তাতে আফফান মিতুল প্রথমবার অভিনয় করলেন ‘ডোম রমেশ’ চরিত্রে যিনি একজন ভয়ংকর অপরাধী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s1du
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন