ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। অনেকেই তাকে চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ হিসেবে জানেন। নিজের ক্যারিয়ারের অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে এখন সিনেমার পাশাপাশি নিজেও নেমেছেন প্রযোজনায়। নাম দিয়েছেন অপু-জয় চলচ্চিত্র।
আর এবার সরকারি অনুদানে অপু নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে সিনেমাটির।
এখন চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি জানান, আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে। সে লক্ষ্য নিয়ে সব কাজ চলছে। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। তিনি আরও বলেন, লাল শাড়ি আমাদের দেশের তাঁতী জনগোষ্ঠীর গল্প।
বাংলাদেশের শাড়ি এক সময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের দেখাতে পারবো। অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/adat