নাসিম রুমি: ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন শবনম বুবলী। গত রোজার ঈদেও মুক্তি পেয়েছিল এই জুটির সিনেমা। কিন্তু কুরবানি ঈদের চিত্রটা একেবারেই ভিন্ন।
এই ঈদে বুবলীর দুটি ছবি মুক্তি পাচ্ছে অথচ কোনোটাতেই শাকিব নেই। তাই এ ঈদে শাকিবকে মিস করবেন বুবলী। শুক্রবার ‘ক্যাসিনো’ সিনেমার অনুষ্ঠানে বুবলী বলেন, ‘এটা তো আমাদের প্রফেশন। দিনশেষে সবাই আমরা সহশিল্পী। তাকে মিস করার ব্যাপারটা থাকবেই। সততার সঙ্গে বলছি অবশ্যই মিস করব। কেননা তিনি আমার প্রথম নায়ক। এক সময় দুইটা ছবি মুক্তি পেয়েছিল তার সঙ্গে।’
ঈদের বুবলীর দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি ‘ক্যাসিনো’। অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে বুবলীর বিপরীতে আছেন নীরব। ‘প্রহেলিকা’ নামের আরও একটি ছবি মুক্তি পাচ্ছে বুবলীর। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wnx1