English

26.8 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
- Advertisement -

উত্তর আমেরিকায় রেকর্ড গড়লো জয়ার সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: কলকাতার আলোচিত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। ভারতে মুক্তির পর ছবিটি এখন চলছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে, আর সেখানেই গড়েছে নতুন রেকর্ড।

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ মার্কিন ডলার-যা কলকাতার কোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড।

প্রথম সপ্তাহে ৫০টির মতো হলে প্রদর্শিত হলেও দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। ছবির আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী ও প্রযোজক ইন্দ্রানী মুখার্জি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সরাসরি প্রচারণায় অংশ নিচ্ছেন।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ভালো গল্পের সিনেমা সবসময় দর্শকের মন জয় করে। ‘ডিয়ার মা’ সেই ধরনের একটি ছবি। দর্শকেরা দেখার পর মুগ্ধতার কথা জানাচ্ছেন। বাংলা ভাষার যে কোনো চলচ্চিত্রের সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা সব শিল্পীর সাফল্য।

জয়া আহসান বলেন, অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তার সিনেমাগুলো তাই হয় পারিবারিক ও মনস্তাত্ত্বিক। পরিবার নিয়ে সিনেমা দেখতে আসুন—এটা সব ছবির বেলায় বলা যায় না। কিন্তু ‘ডিয়ার মা’ পরিবারসহ দেখার মতো একটি সিনেমা।

পারিবারিক ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zz6b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন