English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

উন্মত্ত জনতার ভিড়ে চিঁড়েচ্যাপ্টা সামান্থা!

- Advertisements -

নাসিম রুমি: নিধি আগরওয়ালের পর এবার জনতার ভিড়ের নিশানায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। রবিবার (২৩ ডিসেম্বর) ভারতের হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। পরনে কালো এবং রূপোলি জরির মিশেলের শাড়ি। নির্দিষ্ট সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছে যান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা যেন জনসমুদ্র। একঝাঁক উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে। ভিড়ের চাপে চিড়েচ্যাপ্টা দশা অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর মরিয়া চেষ্টা করছেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে নিরাপত্তারক্ষীরা কার্যত ব্যর্থ হন।

এদিকে, নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রীরা। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যদিও সামান্থা মেজাজ হারাননি। ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়ার পরেও ঠোঁটের কোণে হালকা হাসির ঝিলিক দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ পর অভিনেত্রী নিজের গাড়িতে পৌঁছতে পারেন।

প্রসঙ্গত, দিনকয়েক আগে ‘দ্য রাজা সাব’ ছবি গান প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হন শিল্পী নিধি আগরওয়াল। অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকশো মানুষ তাকে ঘিরে ধরে। অভিযোগ, বেশ কয়েকজন অশালীন স্পর্শও করে তাঁকে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পোশাক সামলে কোনওক্রমে ঘটনাস্থল ছাড়েন। এই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যে সামান্থার হেনস্তায় বিব্রত অনুরাগীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2v3k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন