English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

ঋষির জন্মদিনে আবেগী পোস্ট নীতুর

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের অন্যতম কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। সিনেমার মধ্য দিয়ে অভিনেতা ঋষি কাপুর রয়ে গিয়েছেন সর্ব সাধারণের মনে। প্রয়াত ঋষিকে স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর জীবনের প্রতিটা ক্ষণে মিস করেন।

আজ তার ৭৩তম জন্মদিনে আবেগে ভাসলেন নীতু ৷ সোশাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন নেটিজেনদের মাঝে। যেখানে ঋষি কাপুরের দুষ্টুমি মাতিয়ে দিয়েছিল সকলকে।

এদিন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী নীতু যে ভিডিও শেয়ার করেন সেটি ছিল ‘খুল্লাম খুল্লা-লাইভ উইথ ঋষি কাপুর’ এর একটি ক্লিপিংস। সেই ভিডিওতে দেখা যায়, ভাই রণধীর কাপুর, ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋদ্ধিমা, বোন রিমা, পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা জিতেন্দ্রসহ আরও অনেককে।

সেই ভিডিওর ক্যাপশনে নীতু লেখেন, ‘তুমি সবসময় আমাদের মনে বেঁচে থাকবে, শুভ জন্মদিন।’ এদিকে ঋষি কাপুরকে শেষবার ‘শর্মাজি নমকিন’ সিনেমায় দেখা যায়। হিতেশ ভাটিয়া পরিচালিত এই কমেডি-ড্রামা ছবিটির শুটিং শুরু হয় 2020 সালের জানুয়ারিতে। কিন্তু ঋষি কাপুরের আকস্মিক মৃত্যুর কারণে শুটিং বন্ধ রাখা হয়।

‘হেরা ফেরি’ অভিনেতা পরেশ রাওয়ালকে ঋষি কাপুরের বাকি দৃশ্যগুলো সম্পূর্ণ করার জন্য কাস্ট করা হয়। ছবিটি ৩১ মার্চ ২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।

প্রসঙ্গত, ২০১৮ সালে ঋষি কাপুরের লিউকেমিয়া ধরা পড়ে ৷ তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্ক সিটিতে যান। এক বছর সফল চিকিৎসার পর তিনি ভারতে ফিরে আসেন। তবে শ্বাসকষ্টের কারণে ২০২০ সালের ২৯ এপ্রিল তাকে স্যার এইচ. এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পুনরায় লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে তিনি ৩১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yska
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন