English

29 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫
- Advertisement -

এআই টুলের অপব্যবহার বন্ধের তাগিদ মেহজাবিনের

- Advertisements -

এআই টুল ব্যবহার করে ডিপফেইক ছবি ও ভিডিও তৈরির প্রবণতা বন্ধের দাবি জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরিতে এআইয়ের অপব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন তিনি।

ফেসবুকে মেহজাবীন লিখেছেন, “প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী। কিন্তু, এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই। এআই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে।”

এই কাজটি অপরাধ এবং অপরাধীর সংখ্যা বাড়ছে বর্ণনা করে মেহজাবিন লিখেছেন, “এটা এখন নিত্যদিনের ঘটনা। এমন মানুষদের সংখ্যা বাড়ছে, যারা সারাদিন ধরে শুধুই এসব করে বেড়ায়। তারা ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক না, এটা একেবারে অপরাধ। এই ধরণের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা বলা যায়। এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার।”

এআইয়ের এ ধরনের অপব্যবহার রুখতে কঠোর আইন ও এর প্রয়োগ এবং জনসচেতনতার তাগিদ দিয়ে মেহজাবিন বলেন, “যারা এসব করে, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। আমি আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা সবাই, বিশেষ করে নারীদের জন্য, একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q80s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন