English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
- Advertisement -

এই প্রথম নাটকে অভিনয় করলেন মেঘনা আলম

- Advertisements -

হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সোস্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেয়া মিস আর্থ মেঘনা আলম এই প্রথম অভিনয়ে নাম লিখালেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি মিশন নিয়েই পর্দায় হাজির হয়েছেন তিনি। মিশন শেষ হলেই আবার ফিরে যাবেন তিনি। প্রথম দৃশ্যেই পর্দা উপস্থিতি ঘটেছে অভিনেতা রকি খানের সাথে ধাক্কা লাগার মাধ্যমে। সে এক মজার দৃশ্য। নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে। প্রচার হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮.৪০ মিনিটে।

মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল, একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখায় নির্মিত ‘মহল্লা’ সিরিয়ালল দিয়ে টেলিভিশন পর্দায় আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল। আমাকে ঘিরে মিডিয়ার হাইপ ও জনপ্রিয়তার কারণেই অনেকের কাছে আমার একটি অভিনেত্রী পরিচয় তৈরি হয়ে যায়, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে নাম উঠে আসে!

এই প্রেক্ষাপটে বৈশাখী টিভির দুলাল ভাই যখন তাদের জনপ্রিয় সিরিয়াল মহল্লাতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন মনে হলো, একবার চেষ্টা করেই দেখি। ফরিদুল ভাইয়ের মুখে স্ক্রিপ্ট শোনার পর আগ্রহ আরও বেড়ে যায়। চরিত্রটি যেন আমাকে নিয়ে ছড়িয়ে পড়া নানা ভুয়া প্রোপাগাণ্ডার সঙ্গেই মিলে যায়। মজার ছলেই কাজটি করার জন্য রাজি হয়ে যাই।

মেঘনা আলম বলেন, নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড। এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সেটি শুধরে দিতে হবে না, কিংবা উইকিপিডিয়ার লেখা ভুল বলে মনে হবে না। আমি এখন সত্যিই একজন অভিনেত্রী, হা হা।

উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিবিষয়ক বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়ামে ব্যস্ত। সেই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে এমপি প্রার্থী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o0xt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন