English

27.4 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

এই বয়সেও সাজতে ভালো লাগে: রোজিনা

- Advertisements -

নাসিম রুমি: চিত্রনায়িকা রোজিনা বলেন, “বয়সটা শুধুই একটি সংখ্যা। আমি কখনোই মনে করি না যে একটা নির্দিষ্ট বয়স পার হলেই লাঠি নিয়ে চলতে হবে বা জীবন থেমে যাবে।”

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী রোজিনা জানান, সাজগোজ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “আমি এমন এক পেশার মানুষ, যেখানে সাজসজ্জা, পোশাক এবং চরিত্র অনুযায়ী নিজেকে উপস্থাপন করাটাই মূল ছিল। প্রতিটি চরিত্রে আলাদা রকমের পোশাক পরেছি, আলাদা রকমের সাজে নিজেকে উপস্থাপন করেছি।”

রোজিনা মনে করেন, মেয়েদের জন্য সাজগোজ মানসিক প্রশান্তির একটি মাধ্যম। “আমি মনে করি, একজন মেয়ে একটু সাজলে, পরিপাটি হয়ে বাইরে বের হলে তার মনটা ভালো থাকে। আমি আজও যখন নিজেকে গুছিয়ে উপস্থাপন করি, তখন আত্মবিশ্বাস বাড়ে। এটা শুধু আমার জন্য না, আমার মতো আরও অনেক মেয়ের জন্যই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমি যদি এই বয়সেও নিজেকে গুছিয়ে চলতে পারি, তবে বাইরের জগতের মেয়েরাও অবশ্যই পারবে। তারা আমার মতো অনুপ্রাণিত হতে পারে, হওয়াটাই উচিত। এখনকার মেয়েরা অনেক স্মার্ট, তারা আর কারো চেয়ে পিছিয়ে নেই। বরং অনেক দিক থেকে আমাদের চেয়েও এগিয়ে রয়েছে।”

চিত্রনায়িকা রোজিনার মতে, বয়স কখনোই আত্মপ্রকাশ বা জীবনযাপন থামিয়ে দেওয়ার কারণ হতে পারে না। একজন নারীর সৌন্দর্য ও আত্মবিশ্বাস সব বয়সেই তার শক্তি হয়ে উঠতে পারে – এমনটাই মনে করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6kkv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন