‘একটি রাত’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তারিন জাহান ও পাভেল ইসলাম। অনুরূপ আইচের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ।
নাটকে দেখা দেখা যাবে, পারিবারিক কারণে রাত্রি ও তার স্বামী আলাদা থাকেন। একদিন অফিস থেকে ফিরে রাত্রি দেখে ওয়াশরুমের ফ্লাশ নষ্ট হয়ে গেছে। সেটি ঠিক করতে একজন প্লাম্বার আসে। সেই প্লাম্বার রাত্রির বাসায় ডাকাতির চেষ্টা করে। এরপর নানা ঘটনা ঘটতে থাকে। সকালে রাত্রি তার স্বামীকে বাসায় আসতে বলে। রাত্রির মুখে সব শুনলেও ডাকাতির কোনো আলামত না পাওয়ায় সন্দেহ হয় স্বামীর। রাত্রির মানসিক সমস্যা হতে পারে ভেবে তিনি তার মানসিক ডাক্তার বন্ধুকে বাসায় আসতে বলেন। ডাক্তার বাসায় আসার পর শুরু হয় নতুন ঘটনা।
‘একটি রাত’ নাটকটি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zabo
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন