English

28 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

একাধিক গানে ঝিলিক

- Advertisements -

বর্তমানে স্টেজ শো নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠের প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। আজ উত্তরবঙ্গ তো কাল দেশের দক্ষিণে স্টেজ শো নিয়ে হাজির হচ্ছেন। ঝিলিকের টানা এই শোয়ের ব্যস্ততা চলছে নভেম্বর থেকেই। চলবে আসছে রমজান পর্যন্ত। এ গায়িকা বলেন, করোনার কারণে মধ্যে দুই বছর শো আয়োজন খুব কম হয়েছে।

শিল্পীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন সব স্বাভাবিক। স্টেজ শো আয়োজন হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এসব জায়গায় দর্শকদের সরাসরি গান শোনানোটা খুব উপভোগ করছি। রমজানের আগ পর্যন্ত টানা শিডিউল দেয়া আছে আমার শোয়ের জন্য।

এদিকে শোয়ের ফাঁকে ফাঁকে নতুন গানও করছেন ঝিলিক। এরইমধ্যে বেশ কয়েকটি নতুন গানের কাজ করেছেন। সম্প্রতি বিটিভি ও বাংলাদেশ বেতারের জন্য গান করেছেন তিনি। এরমধ্যে ফুয়াদ নাসের বাবুর কম্পোজিশনে একটি গান  গেয়েছেন ঝিলিক। অন্যদিকে জামাল হোসেনের কথায় নতুন গান তৈরি হয়ে আছে ঝিলিকের, যা ঈদে আসার কথা রয়েছে।
এদিকে ইমরানের সঙ্গেও একাধিক গান তৈরি হয়ে আছে ঝিলিকের। এ গায়িকা নতুন গান প্রসঙ্গে বলেন, শোয়ের কারণে নতুন গান কম করেছি। তবে যেগুলো করেছি বেশ ভালো হয়েছে। আমি আশাবাদী গানগুলো নিয়ে। আর রমজানে রেকর্ডিংয়ে সময় দেবো বলে ঠিক করেছি। সে সময় শোয়ের ব্যস্ততা থাকবে না। তাই মনোযোগটা সে সময় বেশি দিতে পারবো।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q2g4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন