English

26.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

এক টিকিটে এবার চার আল্লু অর্জুন

- Advertisements -

আল্লু অর্জুনকে নিয়ে নতুন মিশনে নেমেছেন ‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমার। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমাটিতে ‘পুষ্পা’ তারকাকে দেখা যাবে সুপারহিরো চরিত্রে।

এটি হতে যাচ্ছে আল্লু অর্জুনের ২২তম এবং অ্যাটলির ষষ্ঠ সিনেমা, তাই প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২*এ৬’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর।

তবে চমক হিসেবে গল্পের প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটির বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। এতে যুক্ত হয়েছেন হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা।

তবে চমকপ্রদ খবর হলো, এ সিনেমাটিতে প্রথমে দ্বৈত চরিত্রে (দাদা ও বাবা) অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের।

কিন্তু এবার জানা গেল, দুটি নয়, সিনেমাটিতে একাই চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, তিনি একাই হচ্ছেন পুরো পরিবার। দাদা, বাবা আর দুই ছেল—মোট চারটি চরিত্রে দেখা যাবে তাকে। এটাই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের প্রথম বহুমুখী চরিত্র।

অভিনেতা নিজেই চারটি চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পরিচালক অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু লুক টেস্টের পর বুঝতে পারেন, এটা সিনেমাকে আরো সমৃদ্ধ করবে। ফলে নতুন সিনেমায় এক টিকিটে চার রকম আল্লুকে দেখতে পারবেন দর্শক।

পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ।

পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। মুক্তি পাবে ২০২৭ সালে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/we8g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন