English

29 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

এক দশক পর ইমন সাহা

- Advertisements -

প্রবাসে থেকেও সংগীত পরিচালক ইমন সাহা সিনেমায় এখনও নিয়মিত। তবে নাটকের কাজে আজকাল একদমই পাওয়া যায় না তাকে। এবারের ঈদে সেই অভাব পূর্ণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।

প্রায় এক দশক পর ফের নাটকের জন্য গান তৈরি করলেন ইমন সাহা। ঈদের বিশেষ এই নাটকটির নাম ‘ঈদ ভ্যাকেশন’। গানটি লিখেছেন ‘চলো নিরালায়’ খ্যাত গীতিকবি জনি হক, আর কণ্ঠও দিয়েছেন একই গানের শিল্পী অয়ন ও আনিসা।

গীতিকবি জনি হক জানান, ‘‘আমি যতদূর জেনেছি প্রায় ১০ বছর পর ইমন দাদা নাটকের জন্য গান করলেন। সেই গানের কথা আমি লিখেছি। এটা ভালোলাগার বিষয়। আরও ভালো লাগছে গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন-আনিসা। যাদের কণ্ঠে আমার লেখা ‘চলো নিরালায়’ তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো। আশা করছি নাটকের গানটিও সবার ভালো লাগবে।’’

‘ঈদ ভ্যাকেশন’ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল।

ঈদ উপলক্ষে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

বলা দরকার, এর আগে ‘শ্যামা কাব্য’ সিনেমায় ইমন সাহার সুর-সংগীতে একটি গান গেয়েছেন অয়ন ও আনিসা। নাটকের জন্য এই ত্রয়ী এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন। অন্যদিকে ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের পর আবার জনি হকের কথায় কণ্ঠ দিলেন অয়ন ও আনিসা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/54th
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন