English

29 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

এক নাটকেই ১০ লাখ! চাহিদার শীর্ষে কোন তারকা?

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশের নাট্যশিল্পে বর্তমানে পারিশ্রমিকের পরিসর ব্যাপকভাবে বেড়েছে। শীর্ষ তারকারা নাটক প্রতি লাখ লাখ টাকা নিচ্ছেন; আবার মিড‑লেভেল ও উঠতি তারকাদের পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

বর্তমানে জনপ্রিয় ও শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তালিকায় সকলের ওপরে অবস্থান করছেন জিয়াউল ফারুক অপুর্ব। প্রযোজকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নাটকপ্রতি নূন্যতম ৪ লাখ টাকা করে নিচ্ছেন। আর তিন দিনের বেশি শুটিং হলে প্রতিদিন ১.৫ লাখ টাকা করে চার্জ করেন; ১০ দিনের শুটিংয়ে তার মোট পারিশ্রমিক হতে পারে প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত।

এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন হালের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নিলয় আলমগীর। তাদের পারিশ্রমিক সাধারণত প্রতি নাটকে ৩ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর তৃতীয় অবস্থানে রয়েছেন তৌসিফ মাহবুব, মুশফিক আর ফারহান ও জোভান। তারা ইদানিং নাটকপ্রতি আড়াই লাখ টাকা করে নিচ্ছেন।

এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা খাইরুল বাশার। তিনি নাটকপ্রতি ১ লাখ টাকা করে নিয়ে থাকেন। পারিশ্রমিকের দিক থেকে অভিনেতাদের চেয়ে পিছিয়ে নেই অভিনেত্রীরাও। বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য অভিনেত্রী মেহেজাবিন চোধুরী ও তানজিন তিশা দুজনই এক একটি নাটকের জন্য দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত চার্জ করে থাকেন। পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির ও তানজিম সাইয়ারা তটিনী পার নাটকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত সম্মানী নিয়ে থাকেন। এছাড়া নাজনীন নিহা প্রতিনাটকে ৭০ হাজার, নাজিয়া হক অর্ষা ৬০ হাজার আর জান্নাতুল সুমাইয়া হিমি নিয়ে থাকেন ৫০ হাজার টাকা করে।

ছোট পর্দার জনপ্রিয় তারকা এসব অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ড জিয়াউল ফারুক অপুর্ব এর। চাহিদার কারণে তার পারিশ্রমিক সবচেয়ে বেশি। প্রযোজকরা তার অভিনয় মান ও ভিউর পরিমাণ দেখে তাকে শীর্ষে রাখছেন। তিনি যে নাটকের জন্য পারিশ্রমিক নিচ্ছেন, তার বাজেটের বড় অংশই তার সম্মানিতে চলে যায় বলেই জানান প্রযোজকরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eu56
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন