রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর ঘটনায় স্তব্ধ পুরো দেশ। হতাহতের ঘটনায় চলছে শোকের মাতম। এই শোকে গানে সাময়িক বিরতি ঘোষণা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
বুধবার বিকেলে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘দ্যা শো মাস্ট গো অন।’ সেই পোস্টের কমেন্টে এক ভক্ত অনুরোধ করেন, ‘ইমরান ভাই, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’
ভক্তের সেই আবেগঘন অনুরোধের জবাবও দেন ইমরান। জবাবে তিনি লেখেন, ‘এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।’
এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছিলেন, ‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’
তবে শুধু ইমরান নন, এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও যে যার অবস্থান থেকে শোক প্রকাশ করে গেছেন।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জন এবং চিকিৎসাধীন শতাধিক।