English

28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়: জান্নাতুল সুমাইয়া হিমি

- Advertisements -

বিভিন্ন ধরনের গল্পে কাজ করার প্রস্তাব পাচ্ছি। সত্যি বলতে কী, এই সময়ে এসে বেশ ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব আসছে। কথাগুলো বলছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি আরও বলেন, এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। আমি মনে করি, একজন শিল্পী নিজেকে শিল্পী হিসেবে আরও পরিণত করতে পারে এই চ্যালেঞ্জিং সময়টাতেই। যারা আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জিং নাটকে কাজ করাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। সব যে একই ঘরানার গল্প এমন নয়, রোমান্টিক, কমেডিসহ নানা গল্পের নাটকের কাজ করার প্রস্তাব আসছে। কিছু ছিল নারীপ্রধান গল্পও। নতুন গল্পের নাটকগুলোতে কাজ করে খুবই আনন্দ পাচ্ছি।

এদিকে ১ অক্টোবর অন্তর্জালে উন্মুক্ত হয়েছে হিমির নতুন নাটক ‘হিটম্যান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নিলয় ও হিমির অনবদ্য অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। মাত্র দুই দিনেই নাটকটি ১০ লাখের বেশি ভিউ। এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বহু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক নাটক। হিমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে ফিরেই তিনি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাল মোরগের ঝুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছে তারিক মুহাম্মদ হাসান। নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এ নাটক প্রসঙ্গে হিমি বলেন, ‘হিটম্যান নাটকটা প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দেশে ফিরেই আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে লাল মোরগের ঝুল নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে আরও বেশ কয়েকটি নাটক করার পরিকল্পনা আছে।’আজ হিমির বিশেষ দিন, জন্মদিন। দিনটি কিভাবে কাটবে? এমন প্রশ্নের উত্তরে হিমি বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। শুধু সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আরও ভালো ভালো নাটক উপহার দিতে পারি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fxnx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন