সালাম মাহমুদ: ১৫ অক্টোবর ২০২৫ থেকে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হয়েছে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘মেহমেদ’। প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে সিরিয়ালটি। “মেহমেদ: এক বিশ্বের বিজেতা” সিরিজটি অটোমান সাম্রাজ্যের সপ্তম সুলতান মেহমেদ দ্বিতীয় (মেহমেদ আল-ফাতিহ) এর জীবনভিত্তিক একটি ঐতিহাসিক ড্রামা সিরিয়াল। ইতিহাসে তিনি পরিচিত কনস্টান্টিনোপলের বিজেতা হিসেবে, যিনি মাত্র ২১ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং নিজের দূরদর্শিতা, দৃঢ় সংকল্প ও সামরিক মেধার দ্বারা এমন এক বিজয় অর্জন করেন যা পৃথিবীর ইতিহাস পাল্টে দেয়।
সিরিজে মেহমেদের শত্রু কেবল বাইজেন্টাইন সাম্রাজ্য নয়; ভেতরে-বাইরে উভয় দিক থেকেই তাকে রুখে দাঁড়াতে হয়েছে। তবুও মেহমেদ তার দূরদর্শী কৌশল, উন্নত সামরিক প্রযুক্তি এবং অকুতোভয় সৈন্যদলের মাধ্যমে ধীরে ধীরে কনস্টান্টিনোপলকে ঘেরাও করে ফেলেন। ১৪৫৩ সালের মে মাসে শুরু হয় চূড়ান্ত আক্রমণ। এক দীর্ঘস্থায়ী অবরোধ ও ভয়াবহ যুদ্ধে অবশেষে কনস্টান্টিনোপলের দেয়াল ভেঙ্গে প্রবেশ করে অটোমান সৈন্যরা। এই বিজয়ের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের হাজার বছরের শাসনের অবসান ঘটে। কনস্টান্টিনোপল হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তানবুল।
সিরিজটিতে শুধু যুদ্ধ নয়, দেখানো হয়েছে মেহমেদের ব্যক্তিত্ব, তার পারিবারিক জীবন, উপদেষ্টাদের সাথে সম্পর্ক, সৈন্যদের প্রতি আস্থা এবং কিভাবে এক তরুণ সুলতান প্রতিকূলতার মাঝে থেকেও নিজের স্বপ্ন পূরণে অটল ছিলেন। বিশাল বাজেট, দুর্দান্ত সেট, যুদ্ধের দৃশ্য ও আবেগঘন কাহিনী মিলিয়ে এই ড্রামা মিরিয়ালটি এক মহাকাব্যের রূপ নিয়েছে।