English

30.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
- Advertisement -

এত উচ্ছ্বাস অনেকদিন দেখিনি: চঞ্চল চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এখন পর্যন্ত তিনি যতগুলো সিনেমায় অভিনয় করেছেন, প্রায় সবগুলোই দর্শক প্রশংসায় ভেসেছে। সবশেষ তার অভিনীত ‘উৎসব’ সিনেমা মুক্তি পেয়েছে।

‘মনপুরা’ সিনেমায় ‘সোনাই’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেন তিনি। সেই যে তার পথচলা শুরু হলো সিনেমায়, এখনো অব্যাহত আছে। ‘দেবী’ সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় করে তুমুলভাবে প্রশংসা কুড়িয়েছেন। ‘আয়নাবাজি’ সিনেমায় বাজিমাত করেন চঞ্চল চৌধুরী। এই সিনেমাটি যেমন সাড়া ফেলে, একইভাবে তার অভিনয়ও লুফে নেন দর্শকরা।

‘হাওয়া’ সিনেমা যখন মুক্তি পেল, সেই সময়ও তুমুলভাবে প্রশংসিত হয় তার অভিনয়। সেই সময়ে কলকাতায় গিয়েও দর্শকদের দৃষ্টি কাড়েন তিনি। ‘মনের মানুষ’ সিনেমাও তাকে দিয়েছে খ্যাতি।

এদিকে, ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার রেশ এখনো কাটেনি। এই সিনেমার জোয়ার টানা অনেকদিন চলেছে প্রেক্ষাগৃহে। দর্শকরা টিকিট না পেয়ে ফিরেও গেছেন। এখন তো ‘উৎসব’ ওটিটিতেই দেখা যায়। এই সুবাদে নতুন নতুন দর্শক মিলছে সিনেমাটির।

গণমাধ্যমেকে চঞ্চল চৌধুরী বলেন, সিনেমার গল্প যদি ভালো হয়, শিল্পীদের অভিনয় যদি ভালো হয়, নির্মাতা যদি সেভাবে চেষ্টা করেন, তাহলে একটি সুন্দর সিনেমা হওয়া সম্ভব। দর্শক তখন আসবেই। ‘উৎসব’ সিনেমার জন্য প্রচুর দর্শক হলমুখী হয়েছেন। এমন উচ্ছ্বাস আনেক দিন দেখেনি।

‘উৎসব সিনেমার প্রচার কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এটি অনেক ইতিবাচক যেকোনো সিনেমার জন্য। একজন দর্শক দেখে আরেকজনকে বলেছেন, আরেকজন দেখে অন্যজনকে বলেছেন…’

এই অভিনেতা বলেন, মুক্তির সময়গুলোতে অনেকগুলো হল ভিজিট করেছি। সেইসময় দেখেছি, বাচ্চারাও হলে এসেছে বাবা-মায়ে হাত ধরে। বয়স্করাও এসেছেন। এত ভালো লাগা, এত উচ্ছ্বাস অনেকদিন দেখিনি।

সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘উৎসব’ সিনেমায় নির্মল বিনোদন আছে। নির্মল আনন্দ আছে। সিনেমার সঙ্গে জার্নিটা দারুণ। এজন্যই দর্শকরা দেখেছেন।

জাহিদ হাসান সম্পর্কে তিনি বলেন, আমরা যখন অভিনয় শুরু করি, সেই সময় জাহিদ হাসানের আকাশচুম্বী জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা। মাঝে তিনি কাজ করেননি। কিন্তু সুযোগ পেয়ে আবার তিনি দেখিয়ে দিয়েছেন যে, অভিনেতা হিসেবে তিনি সেরা।

‘জাহিদ হাসানের অনবদ্য অভিনয় দর্শকরা গ্রহণ করেছেন। যার অভিনয়ের ক্ষমতা আছে, তাকে মূল্যায়ন করতে হবে। জাহিদ হাসান কাঁদাতে পারেন, হাসাতেও পারেন। তিনি একা ক্রেডিট নিতে চান না। তার বক্তব্য, “তোমরা না থাকলে হতো না”।’

চঞ্চল বলেন, নব্বই দশকের অনেক দর্শক জানেন কী সময় তারা পার করে এসেছেন, তারাও সিনেমাটি দেখতে হলে এসেছেন। এই সিনেমায় আফসানা মিমি আছেন, তিনি দারুণ করেছেন। জয়া আহসান, অপি করিম ভালো করেছেন। সাদিয়া আয়মান ও সৌম্য ভালো করেছেন। সবাই ভালো করেছেন।

পরিচালক তানিম নূর সম্পর্কে তিনি বলেন, একটি ভালো সিনেমার জন্য যেখানে যাকে দরকার সেভাবেই কাজটি করেছেন পরিচালক। চরিত্র ছোট নাকি বড় এটা আমরা কেউ ভাবিনি। খুব আন্তরিক হয়ে কাজ করেছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aohq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন