নাসিম রুমি: আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদে বড়পর্দা ও ওটিটির পাশাপাশি বেশকিছু খণ্ড নাটকেও দেখা যাবে তাকে। এর মধ্যে সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘অশিক্ষিত এমডি’ প্রচারিত হওয়ার কথা রয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার চরিত্রের নাম মিজান। নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী শাকিলা পারভীন। পাশাপাশি প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে এর আগেও আমি বেশ কিছু নাটকে কাজ করেছি। যেহেতু আমি নিজেই নাট্যকার, তাই গল্প ও চরিত্রগুলোতে ব্যক্তিগতভাবে খুব যত্নশীল। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় অনুপ্রেরণামূলক। শাকিলা চরিত্রের প্রতি খুব মনোযোগী ও পরিশ্রমী, আশা করি ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। এই নাটক নিয়ে আমি বেশ আশাবাদী।’
অন্যদিকে শাকিলা পারভীন বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করার সুযোগ পেয়েছি। এবারও তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। তিনি আমাকে অনেক সহযোগিতা ও অনুপ্রেরণা দেন সবসময়। এছাড়া নাটকের গল্প ও আমার চরিত্র খুব ভালো লেগেছে।’
নির্মাতা সাজিন আহমেদ বাবুর পরিচালনায় এর আগে ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’, ‘কিড সোলায়মান’, ‘পোশাকে বংশের পরিচয়’, ‘উচ্চতর ভালোবাসা’, ‘ভারপ্রাপ্ত বউ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম।