English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
- Advertisement -

এবার অস্কারের পথে শ্যালামে

- Advertisements -

নাসিম রুমি: আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। এই মনোনয়নের মাধ্যমে অস্কারের ইতিহাসে একটি নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

‘মার্টি সুপ্রিম’ ছবিতে টেবিল টেনিস প্রডিজি মার্টি মাউসারের চরিত্রে অভিনয়ের জন্য শ্যালামেকে এবার জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এই মনোনয়ন তাকে তার প্রথম অস্কার জয়ের জন্য শক্ত প্রতিযোগী হিসেবে সামনে এনেছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এর মাধ্যমে মাত্র ৩০ বছর বয়সি এই তারকা তিনটি অভিনয় বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা। এর আগে শ্যালামে ‘কল মি বাই ইওর নেম’ এবং ‘আ কমপ্লিট আননোন’ ছবি দুটির জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন।

এবার সেরা অভিনেতা বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি জর্ডান (সিনার্স) এবং ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)।

প্রসঙ্গত, সবশেষ গোল্ডেন গ্লোব আসরে সেরা অভিনেতা বিভাগে লিওনার্দো ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে পুরস্কার জিতেছিলেন শ্যালামে। এর মাধ্যমে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার কীর্তি গড়েন তিনি।

শুধু অভিনয় নয়, শ্যালামে অভিনীত ‘মার্টি সুপ্রিম’ ছবিটিও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা কাস্টিং, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পোশাক নকশা, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা প্রযোজনা নকশা এবং সেরা সিনেমাটোগ্রাফি।

জোশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একটি কাল্পনিক চরিত্র মার্টি মাউসারের গল্প তুলে ধরা হয়েছে, যিনি টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে নিরলস সংগ্রাম চালিয়ে যান।

শ্যালামে যদি ৯৮তম অস্কারে জয়ী হতে পারেন, তবে তিনি একাডেমি অ্যাওয়ার্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে সেরা অভিনেতা হওয়ার রেকর্ড গড়বেন। এখন পর্যন্ত এই কীর্তিটি রয়েছে অ্যাড্রিয়েন ব্রডির দখলে, যিনি দ্য পিয়ানিস্ট ছবির জন্য ২৯ বছর বয়সে পুরস্কার জিতেছিলেন।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডটি আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tvri
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন