English

33.8 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫
- Advertisement -

এবার ‘কেজিএফ’ তারকা যশের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ!

- Advertisements -

নাসিম রুমি: এবার ‘কেজি এফ’ নায়কে সাথে শাহরুখ জুটি বাঁধবেন শাহরুখ।

দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন ‘জওয়ান’ শাহরুখ।

নানা রেকর্ড ভেঙে ‘জওয়ান’ বলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমার শীর্ষে। তার পর থেকেই নাকি শাহরুখের মন পড়ে রয়েছে দাক্ষিণাত্যেই।

সূত্রের খবর, ফের নাকি দক্ষিণী নায়ককে সঙ্গে নিয়ে, দক্ষিণী পরিচালকের সঙ্গে সিনেমা করতে চলেছেন বলিউড বাদশা।

সূত্র বলছে, বিজয় সেতুপতির পর শাহরুখের নজরে এবার ‘কেজিএফ’ নায়ক যশ। শোনা যাচ্ছে, নতুন সিনেমাতে যশের সঙ্গেই নাকি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ ফসকে যশই বলে ফেলেছেন শাহরুখের সঙ্গে জুটি বাঁধার কথা। সূত্রের খবর, যশ ও শাহরুখের এই নতুন সিনেমার চিত্রনাট্যও নাকি ফাইনাল হয়ে গেছে।

তেইশের শুরুতে জানুয়ারি মাসে ‘পাঠান’ সিনেমা দিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ‘পিকচার আভি বাকি হ্যায়…।’ তারপর ‘জওয়ান’ নতুন মাইলস্টোন গড়েছে আন্তর্জাতিক আঙিনাতেও।

বছরশেষে ‘ডাঙ্কি’র বক্স অফিস ফল আশানুরূপ না হলেও শাহরুখ খান কিন্তু বলিউডকে গতবছর একাই আড়াই হাজার কোটির ব্যবসা দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dglq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন