English

31.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

এবার দক্ষিণে পা রাখলেন হৃতিক রোশন

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় সিনেমার রাজপাট অনেকদিন ছিল বলিউডের দখলে। কিন্তু সময় বদলেছে। একের পর এক ব্যর্থতায় হারিয়েছে বলিউড তার পুরনো জৌলুস। উল্টো দিকে, তুমুল গতিতে উঠে এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি—‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’, ‘সালার’–এর মতো সিনেমাগুলো বদলে দিয়েছে দর্শকের অভ্যাস আর বাজারের ভারসাম্য।

এক সময় দক্ষিণী তারকারা বলিউডে সুযোগের খোঁজে মুম্বাই পাড়ি দিতেন। এখন দৃশ্যপট উল্টো। বলিউডের তারকারাই হাত বাড়াচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে। সেই তালিকায় এবার যোগ হল হৃতিক রোশনের নাম।

বলিউডের এই সুপারস্টার চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা হোম্বালে ফিল্মস এর সঙ্গে। যাদের ঝুলিতে আছে ‘কেজিএফ’, ‘সালার’, ‘কান্তারা’-র মতো ব্লকবাস্টার।

সম্প্রতি নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘোষণা দেয় হোম্বালে ফিল্মস। সেখানে লেখা হয়—“সবাই তাঁকে গ্রীক গড বলে ডাকেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ে রাজ করেন। এবার তিনি আমাদের ব্যানারে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা দর্শকদের জন্য একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার স্বপ্ন দেখছি, যা খুব শীঘ্রই বাস্তব হবে।”

প্রযোজনা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেন, “আমাদের লক্ষ্য এমন গল্প বলা, যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের সেই লক্ষ্যপথে এক ধাপ এগিয়ে দিল। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—এই কাজটি হবে একইসঙ্গে দুর্দান্ত এবং কালজয়ী।”

এই ঘোষণা ঘিরে ইতোমধ্যে দারুণ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে হৃতিক ভক্তদের মধ্যে। কেউ বলছেন, ‘কেজিএফ: চ্যাপ্টার থ্রি’-তে যশের বিপরীতে দেখা যাবে হৃতিককে। কেউ বলছেন, ‘সালার’-এর পরবর্তী কিস্তিতে তিনি আসছেন নতুন চমক হয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zo19
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন