English

31.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

এবার পুলিশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জারিনের

- Advertisements -
পাঁচ বছর পুরনো প্রতারণার মামলায় সম্প্রতি অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদা কোর্ট। এই ঘটনায় বেশ আলোচনায় উঠে আসে জারিন খান। অবশেষে ১২ লক্ষ টাকা আর্থিক প্রতারণার মামলায় স্বস্তি পেলেন জারিন। সোমবার আদালতের পক্ষ থেকে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জারিন খানের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হয়।
তবে নিজের বিপদ কাটতেই এবার সরব হলেন অভিনেত্রী। মামলার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছেন তিনি। 

জারিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকি সংবাদমাধ্যমকে জানান, জারিন খানের প্রতারণার মামলার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলার পরিকল্পনা নিচ্ছেন।

আইনজীবী বলেন, ‘তদন্তকারী অফিসারের ইচ্ছাকৃত কাজের জন্য আমার জারিনকে ভোগান্তি পোহাতে হয়েছে, তাই ভারতীয় দণ্ডবিধি (১৮৬০)-এর ১৬৬ এবং ১৬৬-এ ধারার অধীনে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।

আইনের নির্দেশ অমান্য করে এমন পুলিশ অফিসারদেরজন্য কঠোর দণ্ড ধার্য করা হয়েছে এই দুই ধারায়।
জারিনের আইনজীবী আরো বলেন, ‘আমার মক্কেলের পক্ষে আমি জনতাকে জানাতে চাই যে, শিয়ালদা সেশন কোর্টের বিচারক আমার মক্কেলের বিরুদ্ধে ‘ওয়ারেন্ট’ জারি করেছিলেন, কারণ তাঁর সামনে তদন্তকারী অফিসার শ্রী দিলীপ যাদব বিভ্রান্তিকর বিবৃতি পেশ করেছিলেন। সঠিক ঘটনা এবং বিষয়টি সত্যতা জানতে পেরে বিচারক তদনুসারে একটি অন্তর্বতী রায় দিয়েছেন। আদালতের নির্দেশে আমার মক্কেলের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হয়েছে।
এমনকি কলকাতা হাইকোর্টও একই বিষয়ে আমার মক্কেলের পক্ষেই নির্দেশ জারি করেছে।’ 

২০১৮ সালে দায়ের প্রতারণার মামলায় অভিযুক্ত জারিনের নামে জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। মামলার অভিযোগে বলা হয়, কালীপুজার ৬টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জারিনের, সেই মর্মে আয়োজকদের থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হননি জারিন। পাঁচ বছর পুরোনো সেই মামলা নিয়েই নতুন করে ঝামেলায় জড়ানো হয় জারিনকে।

২০১০ সালে সালমান খানের ‘বীর’ সিনেমার নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাকে। এটাই জারিনের অভিনয়ে হাতেখড়ি। তবে ক্যাটরিনার ডু্প্লিকেট হিসাবেই দর্শক বেশি চিনেছে তাকে। পরবর্তীতে ‘হাউসফুল ২’, এবং ‘১৯২১’-এর মতো হিট সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। এরপর থেকেই বলিউড থেকে ধীরে ধীরে হারিয়ে যান অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গেছে ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ (২০২১) সিনেমায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/06rv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন