English

31.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
- Advertisement -

এবার বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে সানি লিওন

- Advertisements -

পর্নো ছবির তারকা থেকে বলিউডে জায়গা করে নিয়েছেন কানাডায় জন্ম নেওয়া সানি লিওন।

সাহসী উপস্থিতি আর নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্ল্যামার-আইকন নন, বরং একজন সফল তারকা মুখ। জীবনের নানা বাঁকে, নানা পরিচয়ে দেখা দিয়েছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী।

কেউ তাকে দেখেন সাহসী নারী হিসেবে, কেউবা বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই। তবে এবার তিনি হাঁটছেন ভিন্ন এক পথে। বলিউডের গণ্ডি পেরিয়ে পা রাখছেন হলিউডের পর্দায়।

হলিউডে তার আত্মপ্রকাশ হতে চলেছে জাতিসংঘ শান্তিরক্ষীর চরিত্রে, যেখানে প্রেম নয়, রোমাঞ্চ নয়- থাকবে বেদনা, সাহস আর এক চরম মানবিক লড়াই। তার এই নতুন চরিত্র ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে আলোড়ন, অনেকেই বলছেন, এটাই হতে যাচ্ছে সানির ক্যারিয়ারের সবচেয়ে সাহসী ও স্মরণীয় এক মোড়।

ইতোমধ্যে শুটিং শেষ হওয়া নাম অপ্রকাশিত এই হলিউড ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে যুদ্ধ-পরবর্তী এক অঞ্চলের প্রেক্ষাপটে। সম্পূর্ণ আন্তর্জাতিক লোকেশনে দৃশ্যধারণ করা এই সিনেমার কিছু চিত্র ইতোমধ্যে অনলাইনে ফাঁস হয়েছে।

সেখানে সানিকে দেখা যাচ্ছে মিলিটারি ইউনিফর্মে, অস্ত্র হাতে, চরম উত্তেজনাময় পরিবেশে দাঁড়িয়ে। আরেকটি দৃশ্যে দেখা যায়, তিনি হাইটেক কন্ট্রোল রুমে, চোখেমুখে দৃঢ়তা ও কৌশলের ছাপ- সব মিলিয়ে যেন এক নতুন সানি লিওনের জন্ম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই চরিত্রটি তার আগের সব কাজ থেকে সম্পূর্ণ আলাদা। চরিত্রটির ভেতরে রয়েছে শক্তি, দৃঢ়তা এবং গভীর আবেগ, যা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তবে এখন পর্যন্ত সিনেমার নাম এবং প্লট সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও সাফল্যের ছাপ রাখছেন সানি লিওন। সম্প্রতি তিনি মুম্বাইয়ের ওশিওয়ারায় ৮ কোটি রুপিতে একটি বিলাসবহুল অফিস স্পেস কিনেছেন।

এই ‘ভীর সিগনেচার’ কমার্শিয়াল প্রজেক্টে অমিতাভ বচ্চন, অজয় দেবগন, কার্তিক আরিয়ান ও সারা আলি খানের মতো তারকাদেরও সম্পত্তি রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vhrv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন