English

26.7 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

এবার যশের নতুন ইনিংস বলিউডে, সঙ্গী দিব্যা

- Advertisements -

গত কয়েক মাসে তাকে ঘিরে বিতর্ক কম হয়নি। অভিনেত্রী নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চা, এরপর সেই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনা। তবে সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে এবার বলিউডে স্বপ্নের উড়াল দিচ্ছেন যশ। মানে বলিউডে পা দিচ্ছেন টলিউড ‘গ্যাংস্টার’। যশের বলিউড অভিষেক হচ্ছে টি-সিরিজের ব্যানারে। ছবি পরিচালনায় ‘সানাম তেরি কাসাম’ খ্যাত পরিচালক জুটি বিনয় সাপ্রু ও রাধিকা রাও। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’কে যশের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউড জার্নি শুরু করছেন যশ, ইতোমধ্যেই ছবির প্রথম পর্বের শ্যুটিংও সেরে ফেলেছেন অভিনেতা।”

ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে চলতি মাসেই ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে প্রযোজনা সংস্থা। এই ছবির একদম কেন্দ্রীয় চরিত্রে থাকছেন যশ। উত্তর-পশ্চিম ভারতে ছবির প্রথম ভাগের শ্যুটিং হয়েছে। পরবর্তী শিডিউল মুম্বাইয়ে। ছবিতে যশ-দিব্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিজান জাফরি। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার পত্নী, দিব্যার ভাইয়ের চরিত্রে দেখা মিলবে পার্ল ভি পুরীর।

রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা যশ-দিব্যার এই ছবি। নুসরাতের স্বামী এই ছবিতে চুটিয়ে রোম্যান্স করবেন জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে ২’ নায়িকার সঙ্গে। দু’জনের রসায়ন নাকি ইতোমধ্যেই নজর কাড়ছে।

এর আগেও মুম্বাইয়ে কাজ করেছেন যশ, তবে টেলিভিশন মাধ্যমে। ‘না আনা ইস দেশ লাডো’র মতো জনপ্রিয় সিরিয়ালে দেখা মিলেছিল তার। এরপর বাংলায় ফিরে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয়, অরণ্য সিং রায় হিসেবে রাতারাতি বাংলা টেলিভিশনের হট ফেবারিট নায়ক হয়ে ওঠেন যশ। এরপর ২০১৫ সালে মিমির হাত ধরে ‘গ্যাংস্টার’ হিসেবে রুপালি পর্দার সফর শুরু করেছিলেন যশ দাশগুপ্ত। আর এবার তার পাখির চোখ বলিউড।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5rl2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন