English

37 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫
- Advertisement -

এবার যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দাগি`

- Advertisements -

নাসিম রুমি: সপ্তাহখানেক হল আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করেছে আফরান নিশোর ছবি ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ ছবিটি গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তি পায়। সেখানে শুরুর দিন থেকে প্রতিটি শো হাউজফুল যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বলা বাহুল্য, দেশের মতো সেখানকার দর্শকদেরও মন ছুঁয়েছে ছবিটি। অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহেও চলেছে ছবিটি; সেখানেও পেয়েছে বেশ ভালো সাড়া।

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় চমক দেখাতে যাচ্ছে  ‘দাগি’। আগামী ২৫ এপ্রিল থেকে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে দেখা যাবে সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর ব্যানারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে  দাগির  জন্য সাতদিনব্যাপী ২১ শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হলো নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল, ওকলাহোমাসহ বেশ কয়েকটি শহরে।

এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যেগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো এবং আরও কিছু শহরে। এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরও বিভিন্ন দেশে।

ছবির নির্মাতা শিহাব শাহীন বলেছেন, ‘দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। সামনে আরও কিছু দেশে সিনেমাটি মুক্তি পাবে, সেখান থেকেও একই রকম সাড়া পাব বলে আশা করছি। ‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন