ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে আলোচনায় এসেছিলেন বাঙালি অভিনয়শিল্পী পায়েল ঘোষ। এমনকি অনুরাগের সিনেমা বয়কটের দাবিও করেন তিনি। এর রেশ কাটতে না কাটতেই এবার রাজনীতিতে জড়িয়ে পড়লেন পায়েল ঘোষ।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের ‘রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া’য় যোগ দিলেন পায়েল। অভিনেত্রীকে রামদাস আটওয়ালে মহিলা মোর্চার সহ-সভাপতি করা হয়েছে বলে। পায়েলকে তার দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। খবর জিনিউজের
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনার পর পায়েল ঘোষের পাশে দাঁড়ান রামদাস আটওয়ালে। এমনকি অনুরাগের সিনেমা বয়কটের ডাকও দেন রামদাস আটওয়ালে। গত ২২ সেপ্টেম্বর ভারসোভা থানায় গিয়ে অনুরাগের যৌন হেনস্তাসহ একাধিক অভিযোগে মামলা করেন পায়েল।
অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশন করার হুমকিও দেন। এ বিষয়ে তিনি আবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইটের মাধ্যমে বিচারও চান পায়েল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2u7l
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন