English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

এবার শরীর থেকে নাগার শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন সামান্থা

- Advertisements -

জীবনে এগিয়ে গিয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। বর্তমানে তিনি শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে সংসার করছেন। যদিও তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কাজ নিয়েই ব্যস্ত। নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদ যে তাকে গভীরভাবে আহত করেছে, তা আগেই জানতেন অনুরাগীরা। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই বিবাহবিচ্ছেদে তাকে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সবটাই মেনে নিতে হয়েছে।

নাগার সঙ্গে সামান্থার প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। সামান্থা কখন, কোথায়, কী করছেন, সেদিকে নজর সকলের। অভিনেত্রী নিজেও ব্যক্তিগত জীবনকে খুব বেশি আড়াল করতে চান না। এবার যেমন নাগার শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন নিজের শরীর থেকে। সে কথাও অকপটে জানালেন অনুরাগীদের।

এর আগেই তার বিয়ের পোশাক কেটে, রং করে কালো পোশাকে পরিণত করেন সামান্থা। বাগদানের সময় নাগার দেওয়া আংটিখানিও ভেঙে একটি লকেট করে নিয়েছেন। এবার পালা উল্কির।

অভিনেতার সঙ্গে প্রেমপর্ব শুরুর পর শরীরে তিনটি উল্কি করান অভিনেত্রী। ২০১০ সালে সামান্থার প্রথম ছবি ‘ইয়ে মায়া ছেসাভে’ ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবির নাম অনুযায়ী ‘ওয়াইএমসি’ ট্যাটুটি সামান্থার পিঠে রয়েছে। অভিনেত্রীর ডান দিকের পাঁজরের নীচে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর ডাক নাম ‘চৈ’ লেখা। বিয়ের সময় এই ট্যাটুটি করিয়েছিলেন সামান্থা। আর তৃতীয় ট্যাটুটি রয়েছে কব্জিতে। দু’টি তীর আঁকা রয়েছে সেখানে। নাগা চৈতন্যের সঙ্গে মিলিয়ে তখন ট্যাটুটি করিয়েছিলেন তিনি।

প্রথম দু’টি উল্কি আগেই মুছে দিয়েছিলেন। এবার কব্জিতে করা উল্কিটিও মুছে ফেলছেন সামান্থা। কারণ ওই একই রকম উল্কি ছিল নাগার হাতে। নাগা অবশ্য এখনও সে উল্কি মোছেননি। শোভিতার সঙ্গে বিয়ের পরও ওই উল্কি দেখা গেছে নাগার হাতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন সামান্থা। সেখানেই স্পষ্ট দেখা গেছে আবছা হয়ে যাওয়া তীরের উল্কি। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে কানাঘুষো শুরু তবে শেষ স্মৃতি টুকি মুছে ফেললেন অভিনেত্রী!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/16qb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন